Ravichandran Ashwin: 'মোস্ট ডিসিপ্লিনড ক্রিকেটার', অশ্বিনের প্রশংসা সম্বরণ বন্দোপাধ্যায়ের গলায়
Sambaran Banerjee: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দলে ছিলেন। অ্য়াডিলেড টেস্টে মাঠেও নেমেছিলেন। কিন্তু আহামরি পারফরম্য়ান্স ছিল না। এবার আচমকাই সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পঞ্চম দিনের খেলার ফাঁকেই একবার দেখা গিয়েছিল ক্যামেরায় ধরা পড়েছিল বিরাট কোহলি ও রবিচন্দ্রনের কোলাকুলির মুহূর্ত। হঠাৎ এমন কেন হল? অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। শেষ পর্যন্ত এমন একটা ঘোষণা আসতে চলেছে তা হয়ত অনেক ক্রিকেটপ্রেমীই ভাবতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৪ সালে এই অস্ট্রেলিয়ার মাটিতেই বর্ডার গাওস্কর ট্রফি চলাকালিন আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। এবার ১০ বছর পরে আরও একটা বর্ডার গাওস্কর ট্রফির মঞ্চ, আরও একটা টেস্টের শেষে আচমকাই সিরিজের মাঝে ২২ গজকে আলবিদা জানালেন দেশের অন্য়তম সেরা স্পিনার।