Narendra Modi: প্যারিস অলিম্পিক্স-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে দেখা করে তাদের উৎসাহিত করলেন মোদি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী(pm narendra odi) প্যারিস অলিম্পিক্স (Olympic Games Paris 2024)২০২৪-এর জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্যারিস অলিম্পিকের জন্য নেশন গিয়ার আপ হিসাবে #Cheer4Bharat হ্যাশট্যাগ চালু করেছেন। অলিম্পিকের জন্য প্যারিসে যাওয়া আমাদের দলটির সঙ্গে যোগাযোগ করেছি। আমি নিশ্চিত আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সেরাটা দেবে এবং ভারতকে গর্বিত করবে। তাঁদের জীবনযাত্রা এবং সাফল্য ১৪০ কোটি ভারতীয়দের আশা দেয়, প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎ করার পর 'x'-এ পোস্ট করেছেন। প্যারিস-গামী ক্রীড়াবিদদের একটি বড় দল যাতে শ্যুটার, তীন্দাজ, ট্রাক এবং ফিল্ড অ্যাথলেট এবং সহায়তা কর্মী অন্তর্ভুক্ত ছিল।
আজ কি শপথ নিতে পারবেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার? রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেও তৈরি হয়েছে নতুন জট। শপথগ্রহণ করাবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে জটিলতা।
ভর সন্ধেয় একেবারে ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা! বাধা দিতেই আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতার লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকায়! সিসিটিভির নজরদারি আর নিরাপত্তারক্ষীদের নজর থাকা সত্ত্বেও, একেবারে গৃহস্থের দরজায় পৌঁছে গেল দুষ্কৃতীদল! লেক অ্যাভিনিউর ঝাঁ চকচকে ন'তলা আবাসনের একেবারে ওপরতলায় সস্ত্রীক থাকেন ব্যবসায়ী দেবাশিস দে। তাঁর অভিযোগ, দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পরিচিত সাফাইকর্মী। ফ্ল্যাটের গেট খুলতেই তাঁর গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা।