(Source: ECI/ABP News/ABP Majha)
Tripura: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার
ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনে বড়দোয়ালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। প্রতিপক্ষ কংগ্রেসের আশিস সাহা। আগরতলা কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা দাঁড়িয়েছেন কৈলাশহর কেন্দ্রে। বনমালিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লড়ছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভা আসনে। ত্রিপুরা বিধানসভার ৬০টির মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। রামনগর কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী ত্রিপুরার রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস। কংগ্রেস ছাড়ার পরে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎকিশোর দেব বর্মন এবার কিং মেকার হওয়ার দৌড়ে। কারণ, আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে তাঁর দল তিপ্রামথা।