এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও আলোড়ব তৈরি হয়েছে। ইউজারদের একাংশ মানুষের বেপরোয়া আচরণকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। Image: Twitter (@TiffanyTrends)
2/6
মেরু ভল্লুকদের দলে দলে ঢুকে আসার ঘটনায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসনকে এজন্য জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। মেরু ভল্লুকরা ইতিমধ্যেই বেশ কিছু বাড়িতে হানা দিয়েছে। Twitter (@RO_ome)
3/6
মেরু ভল্লুকরা বাড়িতে ঢুকে এবং জঞ্জালের স্তুপে খাবারের খোঁজ করছে। Twitter (@TiffanyTrends)
4/6
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মেরু ভল্লুকরা তাদের স্বাভাবিক বাসস্থানে খাবার পাচ্ছে না। তাই খাবারের খোঁজেই তারা চলে আসছে লোকালয়ে। বরফ গলছে। তাই আস্তানা হারিয়ে, খাবারের অভাবে জনবসতি এলাকাতে ঢুকে পড়েছে তারা। Image: Twitter (@TiffanyTrends)
5/6
এই ঘটনায় বিশ্বজুড়েই উদ্বেগ দেখা গিয়েছে। পরিবেশবিদদের দাবি, বিশ্ব উষ্ণায়ণের একটি প্রকট লক্ষ্মণ এই ঘটনা। Image: Twitter (@strangesounds)
6/6
অবিশ্বাস্য হলেও সত্যি! রাশিয়ার একটি দ্বীপপুঞ্জে দলে দলে লোকালয়ে চলে আসছে মেরু ভল্লুক। তাদের স্বাভাবিক বাসস্থান ছেড়ে এভাবে জনবসতি এলাকায় ঢুকে পড়ার ঘটনা সবাইকে চমকে দিয়েছে। Image: Twitter (@TiffanyTrends)