টম ও জুলির আলাপ হয় ১১ বছর আগে। তিন বছর আগে তাঁদের বাগদান হয়। আর এবার সাতপাকে বাঁধা।
2/8
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জনা ২০ অতিথি। বিয়ের শপথবাক্য পাঠ করান স্টেশন লিডার তথা বিএটি ম্যাজিস্ট্রেট পল স্যামওয়েজ।
3/8
এমনিতে লোকে নববধূকে সোনা বা হীরের আংটি পরিয়ে থাকেন। টম নিজের সদ্যবিবাহিতা স্ত্রীকে পিতলের আংটি পরান। সেটি তিনি নিজে গবেষণা কেন্দ্রের লেদ-মেশিনে বানিয়েছেন।
4/8
কনের পোশাক তৈরি করা হয়েছে তাঁবুর কাপড় থেকে। ছবি তোলার সময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস।
5/8
আন্টার্কটিক উপদ্বীপের পশ্চিমে অবস্থিত অ্যাডিলেড আইল্যান্ডের রোথেরা গবেষণা কেন্দ্রে বিয়ে করেন টম সিলভেস্টার ও জুলি বাউন।
6/8
টম জানান, তিনি কখনও কল্পনা করেননি যে তাঁর বিয়ে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন ও দুর্গম স্থানে হবে।
7/8
মিয়াঁ-বিবি দুজনই অভিজ্ঞ পর্বতারোহী, প্রশিক্ষক এবং অভিযাত্রী দলের নেতা।
8/8
ব্রিটিশ আন্টার্কটিক অঞ্চলে (বিএটি) প্রথম সরকারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই মেরু-গাইড।