এই রোগের মূল কারণ হল লিঙ্গ শিথিলতা, স্থূলতা, হাইপারটেনশন, ধূমপান ও ডায়াবেটিস। এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়। এবিপি আনন্দ এই তত্ত্বের দায় স্বীকার করছে না। কোনও সুপারিশকে গুরুত্ব দেওয়া বা চিকিৎসা শুরু করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ছবি- গুগল ফ্রি ইমেজ
2/8
এর সঙ্গেই স্বাস্থ্যজনিত অসুস্থতা এবং লক্ষণগুলিকে অবজ্ঞা করা উচিত নয়। এখানে বলে রাখা প্রয়োজন, সারা বিশ্বে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং স্থূলতার কারণে ২০১৫ সালে ৮৭.৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ছবি- গুগল ফ্রি ইমেজ
3/8
এক গবেষকের দাবি, যে সকল পুরুষ লিঙ্গ শিথিলতার চিকিৎসা করাচ্ছেন, তাঁদের হার্টের রোগ হওয়া রুখতে আরও সচেতন থাকতে হবে। তাঁদের উচিত, কার্ডিও ভাস্কুলার চিকিৎসকের সঙ্গে সর্বদা সম্পর্ক রাখা। ছবি- গুগল ফ্রি ইমেজ
4/8
গবেষণায় দেখা গিয়েছে, ফলো-আপের সময় ১১৫টি ক্ষেত্রে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট ও আচমকা কার্ডিয়াক ডেথ হয়েছে। এর মধ্যে ৬.৩ শতাংশ এমন রয়েছেন যাঁরা ইডি-সমস্যার কথা স্বীকার করেছিলেন। অন্যদিকে, ২.৬ শতাংশ মানুষ এই নিয়ে কোনও কথা বলেননি। ছবি- গুগল ফ্রি ইমেজ
5/8
গবেষণায় উঠে এসেছে, ইডি সমস্যার মধ্য দিয়ে চলা পুরুষদের কার্ডিওভাস্কুলার ডিজিজের বিপদ সবথেকে বেশি। স্কুল অফ মেডিসিনের গবেষক জোন্স হপকিন্স জানান, ৬০-৭৮ বছর বয়সী প্রায় ১৯০০ পুরুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়। ছবি- গুগল ফ্রি ইমেজ
6/8
ইডি-র সমস্যার কারণে ১০ জনের মধ্যে একজন পুরুষের রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যায়। গবেষণায় উঠে এসেছে, ইডি ও হার্টের সমস্যার মধ্যে একটি নির্দিষ্ট যোগসূত্র রয়েছে। ছবি- গুগল ফ্রি ইমেজ
7/8
এই প্রেক্ষিতে চিকিৎসকদের মতে, যাঁরা ইডি-র সমস্যায় ভুগছেন, তাঁদের অবিলম্বে চিকিৎসা করানো উচিত। ছবি- গুগল ফ্রি ইমেজ
8/8
আপনি কি জানেন? যে পুরুষদের লিঙ্গ শিথিলতার (ইরেক্টাইল ডিসফাংশন বা ইডি) সমস্যা রয়েছে, অন্যদের তুলনায় তাঁদের হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট ও স্ট্রোকের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। এমনই তত্ত্ব উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণায়। ছবি- গুগল ফ্রি ইমেজ