এক্সপ্লোর
ছবিতে দেখুন, ইমরানের শপথে বসলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশের আসনে, আলিঙ্গন পাক সেনাপ্রধানের সঙ্গে, বিতর্কে সিধু
1/7

এদিন সেই অনুষ্ঠানেই প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশের আসনেই বসতে দেখা যায়। পাক সরকারই অতিথিদের বসানোর যে আয়োজন করে, তাতে সিধুর আসন বরাদ্দ হয় মাসুদের পাশেই। তাঁকে অন্যান্য বিদেশি অভ্যাগতদের পাশে বসানো হয়নি।
2/7

নয়াদিল্লি: পাকিস্তানে গিয়ে নতুন বিতর্কে নভজ্যোত সিংহ সিধু। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ নেওয়ার অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ গ্রহণ করায় ইতিমধ্যেই দেশে প্রশ্ন উঠে গিয়েছে। তার মধ্যেই গতকাল তিনি ওয়াগা পেরিয়ে লাহোর পৌঁছন আজ ইসলামাবাদে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের প্রধানমন্ত্রী পদে শপথে থাকবেন বলে।
Published at : 18 Aug 2018 01:46 PM (IST)
View More






















