এক্সপ্লোর
অবিশ্বাস্য! গর্ভস্থ শিশুকে মায়ের জঠর থেকে বের করে সফল অস্ত্রোপচারের পর ফের গর্ভে ঢুকিয়ে দিলেন চিকিৎসকরা
1/7

সিম্পসন জানান, এই অস্ত্রোপচারের সময় তাঁর পাশে বিশ্বের তামাম শ্রেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে ওই অস্ত্রোপচার সফল করেন। প্রসঙ্গত, ইংল্যান্ডে এই প্রথম এমন সার্জারি সফলভাবে করলেন চিকিৎসকরা।
2/7

চিকিৎসকরা প্রথমে সিম্পসনকে গর্ভপাতের পরামর্শ দেন। কিন্তু, সিম্পসন রাজি হননি। তখন চিকিৎসকরা ফিটাল সার্জারির পরামর্শ দেন। যা মেনে নেন সিম্পসন ও তাঁর স্বামী।
Published at : 14 Feb 2019 01:07 PM (IST)
View More






















