LIVE UPDATES: অযোধ্যা মামলা: শুনানি শেষ, ২৩ দিন পরে রায় দেবে সুপ্রিম কোর্ট
LIVE
Background
নয়াদিল্লি: আজ অযোধ্যা মামলার ৪০তম এবং শেষ প্রাত্যহিক শুনানি। গতকাল ৩৯তম শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, আগামীকালই রামমন্দির-বাবরি মসজিদ জমি মামলার শুনানির শেষ দিন হওয়া কাম্য। আজ হিন্দু মহা সভার আবেদন খারিজ করে তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বিকেল ৫টার মধ্যে শেষ করা হবে এই মামলার শুনানি'। ১৭ নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।
Chief Justice of India (CJI) Ranjan Gogoi while dismissing intervention application of one of the parties Hindu Maha Sabha in #Ayodhya land case: This matter is going to be over by 5 pm today. Enough is enough. https://t.co/wOxgLGEoWB
— ANI (@ANI) October 16, 2019
দশেরার সময় কোর্ট বন্ধ থাকার পর গত সোমবার থেকে আবার চালু হয় অযোধ্যা মামলার শুনানি। ৩৮তম শুনানির দিনই অযোধ্যা মামলার শুনানির শেষ দিন চূড়ান্ত করে ফেলা হয়েছিল।
২০১০ সালে অযোধ্যা মামলার রায়ে এলাহবাদ হাইকোর্ট বলে, ২.৭৭ একর বিতর্কিক জমি রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আবেদনের ভিত্তিতেই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গত ৬ অগাস্ট থেকে প্রত্যেক দিন সুপ্রিম কোর্টে চলছে অযোধ্যা মামলায় শুনানি। আজ, বুধবার সম্ভাব্য শেষ শুনানিতে সব পক্ষকেই বক্তব্য পেশ করার সুযোগ দেবেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। প্রথম ৪৫ মিনিট সওয়াল করবেন হিন্দু পক্ষের আইনজীবী। এর পর সওয়াল করবেন মুসলিম পক্ষের আইনজীবী। সওয়াল শেষে কোনও সমাধান সূত্র বের হলে তা নিয়েও আলোচনার জন্য সময় রাখা হয়েছে। রায় নিয়ে আশাবাদী দুপক্ষই।
গতকাল সুপ্রিম কোর্টে হিন্দুদল বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিল, ‘৪৪৩ বছরেরও বেশি আগে ভারত বিজয়ের পর মুঘল সম্রাট বাবর একটি ‘ঐতিহাসিক ভুল’ করেছিলেন। সেটি হল অযোধ্যায় রামের জন্মস্থানে একটি মসজিদ নির্মাণ। এই ভুল শোধরানো দরকার।’ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। রায়ের আগে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। অযোধ্যা-মামলায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।