Live Update: হাউডি মোদি: হিউস্টনে কাশ্মীরি পণ্ডিত ও শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা মোদির, আজ ট্রাম্প-সাক্ষাৎ
LIVE
Background
নয়াদিল্লি: শনিবার ‘হাউডি মোদি’ সম্মেলনে যোগ দিতে হিউস্টনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ৭ দিনের সফরে এখন মার্কিন মুলুকে নরেন্দ্র মোদি। শনিবার হিউস্টন এয়ারপোর্টে অনাবাসী ভারতীয়দের থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি।
প্রধানমন্ত্রীর ৭ দিনের আমেরিকা সফরের দিকে তাকিয়ে এখন কূটনৈতিক মহল। এই সফরেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দেবেন মোদি।
আজ এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ সম্মেলনে ৫০ হাজার ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। হাউ ডু ইউ ডু মোদিই স্থানীয় ভাষায় হাউডি মোদি। টেক্সাসের হিউস্টনে প্রধানমন্ত্রীর সভাকে এই নামেই ডাকা হচ্ছে। এনআরজি স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত দর্শক-শ্রোতার মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হাউডি সম্মেলনের আগে টেক্সাসে আমেরিকার বিদ্যুৎ সংস্থা ও তেল সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদি।
হিউস্টনে পোস্ট ওক হোটেলে আছেন নরেন্দ্র মোদি। সেই হোটেলের বাইরে জড়ো হয়েছেন বহু ভারতীয়। সকলেই ‘হাউডি মোদি’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত। ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরা হাজির হয়েছেন ভারতীয় ও আমেরিকার জাতীয় পতাকা নিয়ে।
হিউস্টনে পৌঁছেই হিউস্টনবাসীকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। ‘হাউডি হিউস্টন’ লিখে শুরু করেছেন বার্তা।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় প্রধানমন্ত্রী শক্তি-ক্ষেত্রের শীর্ষব্যক্তিত্বদের সঙ্গে দেখা করবেন। ভারতীয় বংশোদ্ভূত দর্শক-শ্রোতার উদ্দেশে বক্তব্য রাখবেন।
ভারতীয় সময় আজ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এনআরজি স্টেডিয়ামে হাউডি মোদি শীর্ষক অনুষ্ঠান। মার্কিন কংগ্রেস ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।