Live Update: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন জেটলির, শেষ শ্রদ্ধা জানাতে হাজির আডবাণী, অমিত, রাজনাথরা
LIVE
Background
নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির আজ শেষকৃত্য। সকাল ১০টা পর্যন্ত দিল্লিতে তাঁর কৈলাস কলোনির বাসভবনে শায়িত থাকবে মৃতদেহ। ১১টার সময় নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। শেষ দর্শনের জন্য সেখানেই বেলা দেড়টা পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। এরপর বিজেপির সদর দফতর থেকে শেষযাত্রা শুরু হবে। দুপুর আড়াইটেয় নিগমবোধ ঘাটে হবে শেষকৃত্য।
৬ অগাস্ট এইমস থেকেই চিরবিদায় নেন ভারতীয় রাজনীতির আরেক উজ্জ্বল নক্ষত্র, সুষমা স্বরাজ। তার ১৮ দিন পর ২৪ অগাস্ট নিভে গেল আরও এক নক্ষত্র। আরও এক প্রথম সারির রজনীতিককে হারাল দেশ। তিনি অরুণ জেটলি। এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোদি সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী। প্রায় একবছর ধরে জেটলি ভুগছিলেন কিডনির অসুখে। সমস্যা ছিল ডায়াবেটিসের। কিডনি প্রতিস্থাপনও করা হয়। এর মধ্যেই অসুস্থতার জন্য গত ৯ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। ১৭ তারিখ থেকে ছিলেন ভেন্টিলেশনে। শনিবার দুপুরে আসে দুঃসংবাদ।
এইমস থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির কৈলাস কলোনিতে তাঁর বাসভবনে।
গান-স্যালুটে শেষ বিদায় অরুণ জেটলিকে