Assam News : 'মহিলা চিকিৎসকদের একা থাকা এড়াতে হবে', সরকারি হাসপাতালের সার্কুলার ঘিরে জোর বিতর্ক !
Govt Hospital: এই সার্কুলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে 'নারীবিদ্বেষী' বলে মন্তব্য করেন।
গুয়াহাটি : আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য। যার আঁচ গিয়ে পড়েছে দেশের প্রায় সর্বত্র । এই পরিস্থিতিতে অসমে একটি হাসপাতালে মহিলা চিকিৎসক ও ছাত্রীদের জন্য উপদেশাবলী ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। 'একা থাকতে হবে এমন জায়গা এড়িয়ে যেতে' বলা হয়েছে সেই সার্কুলারে। তাতে আরও বলা হয়েছে, 'সদয়ভাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগ করুন, যাতে অসাধু লোকদের অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ না হয়।' এই সার্কুলার ঘিরে বিতর্ক শুরু হওয়ায় এবং সমাজমাধ্যমেও এনিয়ে কাটাছেঁড়া শুরু হওয়ায় সেই উপদেশাবলী প্রত্যাহার করে নিয়েছে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এই সার্কুলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে 'নারীবিদ্বেষী' বলে মন্তব্য করেন। শুধু তা-ই নয় এমনও বলা হয় যে, কলেজ প্রশাসনের কী করতে হবে আর কী না করতে হবে তা বলার চেয়ে ক্যাম্পাসে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।
সার্কুলারে উল্লেখ করা হয়, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্মান্তিক ঘটনা লক্ষ্য করে এধরনের উপদেশ দেওয়া জরুরি বলে মনে করেছে হাসপাতাল প্রশাসন। তাতে বলা হয়, "মহিলা ডাক্তার, ছাত্র এবং কর্মীদের সাধারণত বিচ্ছিন্ন, কম আলোকিত এবং অল্প জনবসতিপূর্ণ এলাকাগুলি এড়ানো উচিত। মহিলা ডাক্তার, ছাত্র এবং কর্মীদের উচিত, যতটা সম্ভব তারা একা থাকে এমন পরিস্থিতি এড়িয়ে চলা।"
ছাত্রীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, খুব প্রয়োজন ছাড়া হস্টেল বা লজের রুম থেকে বেরনোর সিদ্ধান্ত এড়াতে হবে। যদি নিতান্তই যেতে হয় তাহলে প্রশাসনকে জানিয়ে যেতে হবে। মহিলা চিকিৎসক ও ছাত্রীদের নিশ্চিত করতে হবে যে, তাদের এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর রয়েছে।
এদিকে আজ পশ্চিমবঙ্গে মহিলাদের রাতজাগা, রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা।
এর পাশাপাশি মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।