এক্সপ্লোর
Assam Flood : প্রায় ৪৪৪টি গ্রাম জলমগ্ন, বন্যা কবলিত এলাকায় আটকে ৩১ হাজার মানুষ; অসমের বিভিন্ন জেলায় 'লাল সতর্কতা'
বন্যা পরিস্থিতির ক্ষেত্রে লাল সতর্কতা তখনই জারি করা হয়, যখন দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে।
এনডিআরএফের প্রস্তুতি অসমে
1/10

অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনও রাজ্যের ১০ জেলায় প্রায় ৩১ হাজার মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে। এমনই খবর সরকারি সূত্রে।
2/10

এদিকে এই পরিস্থিতিতেই আগামী পাঁচ দিনের মধ্যে একাধিক জেলায় 'ভারী' থেকে 'অতি ভারী' বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
Published at : 20 Jun 2023 07:03 PM (IST)
আরও দেখুন






















