Daily Astrology: মিটবে অর্থের সমস্যা, বাড়তে পারে বিবাদ, কেমন কাটবে শনিবার?
Daily Astrological Prediction: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
কলকাতা: আগামীকাল ১৬ ডিসেম্বর, শনিবার। কেমন যেতে পারে আপনার কালকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ- শারীরিক সমস্যায় ভুগতে পারেন। দিনের শুরুতে বিপুল অর্থ ব্যয় নয়। সন্তানকে সময় দিন। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কঠিন সময়ে পরিবারকে পাশে পাবেন।
বৃষ- আত্মীয়দের কারণে বিরক্তি বাড়বে। পরিস্থিতি মোকাবিলা করতে শান্ত থাকতে হবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থের কষ্ট থেকে মুক্তি। আয়ের নতুন পথ খুলবে।
মিথুন- কাজের সুযোগ আসতে পারে। অর্থের সমস্যা মিটবে। কঠিন সময়ে বন্ধুকে পাশে পাবেন। প্রিয় মানুষকে অবহেলা করবেন না। হজমের সমস্যা হতে পারে।
কর্কট- নিজের জন্য সময় বের করুন। সন্তানের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। ব্যয় বাড়তে পারে। দ্রুত কাজ শেষ করতে হবে। চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।
সিংহ- ব্যস্ত থাকলেও স্বাস্থ্য ঠিক থাকবে। নেতিবাচক প্রভাব পড়তে পারে। সঙ্গী সঙ্গে সুখের সময় কাটবে। একাকীত্ব বাড়বে। স্ত্রীকে আঘাত দিয়ে কথা নয়।
কন্যা- মত প্রকাশে লজ্জা দ্বিধা নয়। আত্মবিশ্বাসের অভাব হতে দেওয়া যাবে না। হাসি মুখে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যোগাযোগের অভাবে বাড়তে পারে বিবাদ।
তুলা- লাভের মুখ দেখতে পারবেন। দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি। সন্তানের সমস্যায় পাশে থাকুন। স্পষ্ট করে কথা বলুন। স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে।
বৃশ্চিক- তর্কে জড়াবেন না। আপনার উপস্থিতিতে খুশি হবেন প্রিয়জন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পড়ুয়াদের সময় নষ্ট হওয়ার আশঙ্কা।
ধনু- কোনও কিছু নিয়ে ইচ্ছে থাকলে তা বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আর্থিক লাভ হতে পারে। কাছের কেউ তাঁর সমস্যার কথা জানাতে পারেন। পড়ুয়াদের লেখাপড়ায় আরও মনোনিবেশ প্রয়োজন।
মকর- দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি। দুশ্চিন্তা বাড়তে পারে। বুদ্ধিমত্তায় অন্যকে অনুপ্রাণিত করতে পারবেন। টিভি এবং ফোনের জন্য অতিরিক্ত সময় নষ্ট।
কুম্ভ- সুস্থ থাকতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিন। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। মানসিক চাপ নেবেন না। বৈবাহিক জীবন সুখের হবে।
মীন- নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। ক্লান্তি বোধ করতে পারেন। অতীতের বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া আনতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।