Kalker Rashifal: সপ্তাহের প্রথম দিনে শিবের আশীর্বাদ, সোমবার কপাল ফিরবে এই ৬ রাশির?
Monday Horoscope: মেষ থেকে কন্যা- এই ৬ রাশিচক্রের জাতকদের কেমন কাটবে সোমবার।
কলকাতা: রাশিফল অনুসারে, ১২ অগাস্ট ২০২৪, কেমন যাবে?
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi)
এদিন ইতিবাচক ফল আসতে পারে আপনার কাছে। ভবিষ্যৎ সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কারণেই কর্মক্ষেত্রে কোনও লড়াইয়ে জড়াবেন না। মায়ের জন্য উপহার আনতে পারেন।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi)
ব্যবসায়ীদের জন্য ভাল দিন। স্বাস্থ্যের অবনতির কারণে সমস্যায় পড়তে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা উপেক্ষা করবেন না। পারিবারিক ক্ষেত্রে দূরত্ব কমে আসবে। সরকারি চাকরির ক্ষেত্রে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কসরত করতে থাকুন।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi)
কোনওরকম জটিল কাজ এদিন এড়িয়ে যান। এখনই অংশীদারিত্বে কোনও কাজ শুরু করা উচিত হবে না। সেক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। পরিবারের কোনও ছোট বাচ্চাকে নিয়ে কোনওভাবে চিন্তিত হতে পারেন। বাবার চোখের সমস্যা হতে পারে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
এদিন সম্মান পেতে পারেন আপনি। বাড়ির ছোট বাচ্চাকে নিয়ে কোথাও যেতে পারেন। আপাতত এই দিনটি কোনও কাজ করা স্থগিত রাখতে পারেন যদি আপনার মনে হয় প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। কোনও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
এদিন চিন্তাভাবনা করে তবেই কোনও সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কোথাও ঘুরতে গেলে মূল্যবান জিনিসপত্রের খেয়াল রাখুন। টাকা নিয়ে সতর্ক থাকুন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
এদিন নানা কারণে বিভ্রান্তি হতে পারে। তবে কোনও সমস্যায় থাকলে তা দূর হয়ে যাবে। নতুন গাড়ি কেনার সুযোগ হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ হতে পারে। আশপাশে থাকা বসবাসকারী মানুষের সম্পর্কে সতর্ক থাকুন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?