Sourav Ganguly: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?
RG Kar Hospital: আর জি কর হাসপাতাল কাণ্ডে তোলপাড় সারা রাজ্য। আন্দোলনে রাজ্যের অন্য নানা মেডিক্য়াল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা
কলকাতা: আরজি কর কাণ্ডে শুধু রাজ্যই নয়। সারা দেশ তোলপাড় হচ্ছে। সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্য়েই একজন গ্রেফতার হয়েছে। তারপরেও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও। চলছে রাজনীতির টানাপড়েনও। এবার ওই ঘটনায় মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন করায় তিনি বললেন, 'খুব দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা সত্যিই ভয়ানক ঘটনা।' এর সঙ্গেই নিরাপত্তা আরও আটসাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, 'সব জায়গায় সবকিছু সম্ভব। তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা উচিত। এটা যে কোনও জায়গায় নেওয়া উচিত- এখানে হাসপাতালে হয়েছে।' আর জি কর হাসপাতালের ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
তবে এই ঘটনায় সবকিছুকে বিপজ্জনক হিসেবে দেগে দেওয়ার পক্ষে নন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, 'একটা ঘটনায় সবাইকে, সবকিছুকে নিরাপদ না মনে হওয়াটা ঠিক নয়। এটা একটা ঘটনা, পৃথিবীতে সর্বত্র এমন দুর্ঘটনা ঘটে।' তাঁর সংযোজন, 'মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা-ভারতবর্ষে সর্বত্র আছে। ভারত অত্যন্ত ভাল দেশ। পশ্চিমবঙ্গ অত্যন্ত ভাল রাজ্য। ভাল শহরে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করা উচিত।'
সুপার অপসারণের পরও আন্দোলনে অনড় আরজি করের জুনিয়র ডাক্তাররা। আরজি করের অধ্যক্ষকেও অপসারণের দাবি আন্দোলনকারীদের। আরজি করে এবার জরুরি বিভাগেও কর্মবিরতি। ভরসা নেই পুলিশে, সেই কারণেই বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন তাঁরা। 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান তুলে প্রতিবাদ চলছে। হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ দাবি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি করেছেন আন্দোলনকারীরা। চিকিৎসক খুনে একজন নয়, জড়িত একাধিক, দাবি আন্দোলনকারীদের।
এই বিষয়েই পরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে। ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান।' পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভাঙন-দুর্গতদের সঙ্গে বচসা! কোন কথা শুনেই গ্রেফতারির হুমকি TMC বিধায়কের?