(Source: ECI/ABP News/ABP Majha)
Budh Gochar 2024: সরছে বুধ! শীঘ্রই ফুলেফেঁপে উঠবে ৪ রাশি! বাকিগুলিতে বিপদের আভাস?
Astro Tips:কোন কোন রাশির জাতকরা বুধের এই চলনে সবচেয়ে বেশি লাভবান হবেন? কাদের রয়েছে বিপদ?
কলকাতা: ভারতীয় জ্য়োতিষশাস্ত্রে (Indian Astrology) বুধকে গ্রহের রাজকুমার বলা হয়। কোনও ব্যক্তির বুদ্ধিমত্তা এবং কথাবার্তার জন্য দায়ী বুধ গ্রহ। কুণ্ডলীতে বুধ শক্তিশালী হলে ওই ব্যক্তি মৃদুভাষী এবং বুদ্ধিমান হয়ে থাকেন। যদি বুধ দুর্বল হয় তাহলে ওই ব্যক্তি তাঁর পেশা ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পান না। বর্তমানে, বুধ কর্কট রাশিতে উপবিষ্ট, শীঘ্রই বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধের পরিবর্তন সমস্ত রাশির জাতকদের উপরে প্রভাব বিস্তার করবে। এদের মধ্যে কিছু রাশির জাতকরা অভাবনীয় সাফল্য পাবেন, একের পর এক সুসংবাদ আসবে।
কোন কোন রাশির জাতকরা বুধের এই চলনে সবচেয়ে বেশি লাভবান হবেন?
মেষ (Mesh): বুধের প্রভাবে প্রতিটি ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। উদ্যমী বোধ করবেন। আর্থিক ভাবে আরও ভাল জায়গায় থাকবেন, বাড়তে থাকবে সঞ্চয়ের পরিমাণও। পদোন্নতি হতে পারে।
মিথুন (Mithun): যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের জন্য এটা ভাল সময় হতে চলেছে। বেতনও অনেকটা বেড়ে যেতে পারে। অন্য জায়গায় যেতে হতে পারে।
কর্কট (Cancer): এখন কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। এর জন্য তাঁদের উপর গুরুর আশীর্বাদ বর্ষিত হয়েছে। এই সময়ে বৃহস্পতি যেমন আয়ের ঘরে রয়েছে, তেমনই বুধের চলনের জন্য ওই গ্রহ সম্পদের ঘরে অবস্থান করবে। এখন কোথাও বিনিয়োগ করলেই মোটা টাকা লাভ হতে পারে।
তুলা (Libra): এই রাশির জাতকরাও সিংহ রাশিতে বুধের গমনে লাভবান হবেন। এই রাশিতে জন্মনেওয়া ব্যক্তির সমস্ত খারাপ কাজ সংশোধিত হবে। বকেয়া টাকা মিলতে পারে। ব্যবসায় উন্নতি হবে। এছাড়াও, বাড়িতে শুভ কাজের আয়োজন করা হবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।