Astro Tips : আজ দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?
Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৮ পৌষ, ৪ জানুয়ারি -
সূর্যোদয় - সকাল ৬টা ২৪ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৫টা ১ মিনিট
কালবেলাদি - ২:২১ গতে ৫:১ মধ্যে
কালরাত্রি - ১১:৪২ গতে ১:২২ মধ্যে
যাত্রা - নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ রাশি - মোটের উপর ভাল কাটার কথা দিনটি। নতুন পরিকল্পনা করতে পারেন নিজের কাজে। চাকরিতে বদলির সম্ভাবনা। বেশি বেতনে ভাল হতে পারে আর্থিক স্থিতি। আমদানি-রপ্তানির ব্যবসা যাঁরা করেন, তাঁদের বেশি লাভ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে মন ভাল করার চেষ্টা করতে পারেন। ভাল বই পড়ে দেখতে পারেন কাল। কাল যাঁদের জন্মদিন, পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। হাঁটুর ব্যথা ভোগাতে পারে কাল। কোনও উপহার পেতে পারেন। পেতে পারেন কোনও সারপ্রাইজও। পরিবারের পূর্ণ সহযোগিতা থাকবে আপনার সঙ্গে।
বৃষ রাশি - অফিসে কাজের চাপ থাকবে। তবে সঠিক সময়ে সঠিক কাজে আর্থিক সাফল্য লাভের সম্ভাবনাও থাকবে। পদস্থ আধিকারিক আপনার কাজে খুশি হবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসা যাঁরা করেন, তাঁরা কাল বেশি লাভ নাও পেতে পারেন। ফলে চিন্তায় থাকতে হতে পারে। ব্যবসায় আরও নজর দেওয়া দরকার। পরিবারে বয়স্ক সদস্যদের সমর্থন কাল আপনার দরকার পড়বে। জীবনসঙ্গী ও সন্তানের পূর্ণ সহযোগিতা পাবেন কাল।
মিথুন রাশি - ঠিকঠাক কাটবে কালকের দিন। নিজের কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখুন। অফিসে উন্নতিলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই নিজের ব্যবহার ও কথায় নিয়ন্ত্রণ রাখুন। কাল ব্য়বসায়ীদের জন্য খারাপ যেতে পারে। যুবক জাতক-জাতিকাদের চিন্তায় কাটাতে হতে পারে দিনটি। ব্যস, যতটুকু প্রয়োজন, তার বেশি কথা না বলাই শ্রেয়। সঠিক পরিকল্পননায় সফলতা আসবে। বয়স্কদের ভালবাসা মিলবে। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল রাখতে সূর্যদেবের নমস্কার করুন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কালকের দিন ভাল। কথায় সংযম বজায় রাখুন। সম্পর্ক খারাপ হতে পারে কথায় নিয়ন্ত্রণ না থাকলে।
কর্কট রাশি - রাগ ও চিন্তাজনক পরিস্থিতিতে কাজ করবেন তো, কাজ তো ভাল হবেই না উলটে বকা খেতে হতে পারে। তাই অধিক মনোযোগে কাজ করুন। ব্যবসায় বেশি লাভ করতে চান তো আরও বুদ্ধি সহযোগে কাজ করতে হবে। ব্যবসায় উন্নতির জন্য বড়দের পরামর্শ নিলে ভাল। শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা, কথা বলার সময় সংযমী হোন অন্যথায় বিপদ আসতে পারে। মায়ের স্বাস্থ্য ভাল নাও যেতে পারে কাল। তবে অনেকদিন ধরে স্বাস্থ্য খারাপ থাকলে কাল উপশম মিলতে পারে। নিজের চোখের যত্ন নিন কাল। কম্পিউটারের সামনে কাজ করেন যাঁরা তাঁরা চোখের বেশি করে নজর রাখুন। পুরনো দিনের কথা মনে করে মন খারাপ হতে পারে তাই বর্তমানের দিকে মনোনিবেশ করলে ভাল।
সিংহ রাশি - প্রচুর পরিশ্রম হতে পারে কাল। চাকরি যাঁরা করেন, পরিশ্রমের মাধ্যমে কার্যসিদ্ধি করে ফেলতে পারবেন। ইলেকট্রনিক্সের ব্যবসা করেন যাঁরা, লাভ বেশি পাওয়ার সম্ভাবনা। পড়ুয়াদের অতিসতর্ক হয়ে অনলাইনে কাজ করতে পরামর্শ দিচ্ছে আপনার যোগ। পরিবারে সম্পর্ক ভাল রাখতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পরিবারের সব সদস্যকে সঙ্গে নিয়ে চলতে হবে আপনাকে। সন্তানের তরফ থেকে মন সন্তুষ্ট থাকবে কাল। জীবনসঙ্গীর জন্য সম্মানভাব জাগবে হবে কোনও কারণে।
কন্যা রাশি - কেরিয়ার সমস্যা থেকে বের হবার জন্য রাস্তা আপনাকে নিজেকেই বের করে নিতে হবে। ওষুধের ব্যবসা যাঁরা করেন, কাগজপত্র সাবধানে নিয়ে চলবেন। সরকারি পদক্ষেপ হতে পারে আপনার কারখানায়, সতর্কতা জরুরি। যুবক-যুবতিরা পড়াশোনার দিকে বেশি নজর দিন। রোজকার ওষুধ বন্ধ যেন না হয়, নয়তো স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে ভগবান বিষ্ণুর পুজো করুন। সন্তানের তরফ থেকে চিন্তাগ্রস্ত হতে পারেন।
তুলা রাশি - চাকরি বদলের কথা ভাবতে পারেন, তবে সুফল নাও মিলতে পারে। পুরনো চাকরিতে প্রমোশন মিলতেও পারে। আপনার জীবনসঙ্গী যদি আপনার ব্যবসায়িক সহযোগীও হন, তাহলে ব্যবসায় কাল আপনার জন্য লাভজনক। ভবিষ্যতের জন্য নতুন কোনও পরিকল্পনা করে ফেলতে পারেন। এবং আপনার ব্যবসা আগে নিয়ে যেতে পারেন। পড়ুয়ারা অসৎ সঙ্গ থেকে দূরে থাকুন। পরিবারে কোনও বিষয় নিয়ে বাদ বিবাদ হতে পারে। নিজস্ব বুদ্ধি প্রয়োগে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজুন। কাল গলা খারাপ হতে পারে আপনার। নতুন বন্ধুত্ব হতে পারে কারো সঙ্গে। তবে তার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াবেন কি না , তা বুঝে শুনে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক রাশি- ভাল কাটবে কালকের দিন। সুখ ও উন্নতিদায়ক যোগ রয়েছে কাল। নিজের কাজের প্রতি অতি উৎসাহী থাকবেন। অফিসে সহকর্মীর প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের থমকে থাকা কাজ ফের চালু হতে পারে। নিজের ব্যবসায় আরও ভাল করতে বড়দের পরামর্শ শুনুন। যুবকরা নিজেদের কেরিয়ারের দিকে নজর দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে সন্তুষ্ট থাকবেন। বিষ্ণু ভগবানের ধ্যান করুন, মঙ্গলময় কাটবে দিন।
ধনু রাশি- কাল অফিসে ডেটা লস হতে পারে, তাই তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল। অনেক ধৈর্য ধরতে হবে ব্যবসায়ীদের। অনেক মনোনিবেশ করুন ব্যবসায়, তবেই উন্নতি লাভ সম্ভব। পড়ুয়ারা বিনম্র হোন, নয়তো ক্ষতির সম্ভাবনা। পরিবারে ছোট ছোট ভুলকে বেশি তোল্লাই না দেওয়াই ভাল। অন্যথা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্য ভাল রাখতে যোগাসন ও মেডিটেশনের ভরসা নিন। সকালে ঘাসে পা রাখুন। অনেক বুঝেশুনে কোনও সমস্যা থেকে বের হতে হবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন কাল।
মকর রাশি - মোটের উপর ঠিকঠাক কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁদের জন্যও দিনটি ভাল। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। ব্যবসায়ীরা আর্থিক লাভ পেতে পারেন। ফলে আর্থিক স্থিতি ভাল থাকবে। কাল জীবনে নতুন নতুন আতঙ্কের সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকুন আর সেসব আতঙ্ককে জয় করুন। নিউক্লিয়ার ফ্যামিলিতে যাঁরা থাকেন, দিনটি ভাল নাও কাটতে পারে তাঁদের জন্য। স্বাস্থ্য নিয়ে্ অবহেলা করবেন না। খাওয়াদাওয়ার দিকে নজর দিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনও বিশ্বাসী সহযোগীর কাছে আপনি মনের কথা বলতে পারেন।
কুম্ভ রাশি - ভাল কাটবে কালকের দিন। নতুন চাকরি যাঁদের মন দিয়ে কাজ করুন। পদস্থ আধিকারিকের নজরে আসতে পারেন। বাসনের ব্যবসা যাঁরা করেন, তাঁরা ভাল লাভ করতে পারেন কাল। ফলে আর্থিক স্থিতি ভাল হবে। ভুল কথায় সময় নষ্ট না করাই শ্রেয়। কেরিয়ারে মন দিন। তবেই সফলতা প্রাপ্তি হবে। পার্টনারশিপে ব্যবসা যাঁদের সময় ভাল কাটবে। মানুষকে বিপদে সহায়তা দিন। রক্তে সংক্রমণজনিত কারণে ভুগতে পারেন কাল।
মীন রাশি - একটু চিন্তায় কাটতে পারে কালকের দিনটি। মন কোনও বিষয় নিয়ে ভারাক্রান্ত হতে পারে। তবে ভুল থেকে ভেঙে না পড়ে শিক্ষা নিলে ভাল। বাকি কাজ তাড়াতাড়ি শেষ করুন ব্যবসায়ীরা। ব্যবসা ভাল নাও চলতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন কাল। পায়ের সমস্যায় ভুগতে হতে পারে। সমাজে অন্যদের সামনে একটু ভেবে-চিন্তে কথা বলুন আজ। ভুল কাজে হাসির খোরাক বনবেন না কারো। মন খারাপ হবে অন্যথা।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।