Astro Tips: শুভকাজে আজ যাত্রা নেই কোন দিকে ? দিনটি কেমন ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৮ কার্তিক, ৫ নভেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ৪৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৪টা ৫৫ মিনিট
বারবেলাদি - ৯:৫৮ গতে ১২:৪৫ মধ্যে
কালরাত্রি - ১২:৫৮ গতে ২:৩৪ মধ্যে
যাত্রা - শুভ পশ্চিমে নিষেধ, দিবা ১২:৮ গতে যাত্রা নেই
শুভকাজ- দিবা ৯:৫৮ মধ্যে বিপণ্যারম্ভ পুণ্যাহ, শান্তিস্বস্ত্যয়ন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিনিয়োগের বিষয়ে নিজের প্রবৃত্তির উপর আস্থা রাখুন। আজ হাতে প্রচুর সময় থাকবে। বই পড়ে, গান শুনে সময় কাটাতে পারেন। অর্থের জন্য স্বাস্থ্যের সঙ্গে আপোস করবেন না। সক্রিয় থাকুন।
বৃষ- অতীতের সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পরিবারের মঙ্গলের জন্য অর্থপূর্ণ ঝুঁকি নেবেন। অসীম ভালবাসা পেতে পারেন। অতিরিক্ত কাজ মানসিক উদ্বেগ বাড়াবে। বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে।
মিথুন- স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের টাকা নিয়ে সচেতন থাকতে হবে। কারণ, টাকা চুরি হয়ে যেতে পারে। বন্ধু ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটান। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করা কষ্টসাধ্য হয়ে উঠবে।
কর্কট - বাবার পরামর্শ আপনার পেশাগত জীবনে উপকারে আসবে। আপনার প্রফুল্ল আচার-আচরণ চারপাশের লোকদের জন্য আনন্দ আনবে। সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ তৈরি হতে পারে, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে। বড় কেউ বা কোনও আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িত কারও গাইডেন্স নিন।
সিংহ- ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও, আপনার স্বাস্থ্য ভাল থাকবে। উদার হস্তে খরচ করুন। পার্টির আয়োজন করতে চাইলে, বন্ধুদের আমন্ত্রণ জানান। দুশ্চিন্তার জেরে স্ত্রীর সঙ্গে অপ্রয়োজনীয় বিবাদে জড়িতে পড়তে পারেন।
কন্যা- স্বাস্থ্য-সংক্রান্ত উদ্বেগ আজ সরিয়ে রাখতে পারেন। ভাল মেজাজে থাকবেন। চারপাশের লোকজন আপনাকে উচ্ছ্বসিত করে তুলবে। প্রেমজীবন প্রস্ফুটিত হবে। ফিরতে পারে অতীতের কোনও মানুষ। নেতিবাচক চিন্তা মনে বাসা বাঁধতে পারে।
তুলা- খেলাধূলায় মন থাকবে আজ। তাতে দৈহিক শক্তি থাকবে। খরচে নজর দিন। ভবিষ্যতে আর্থিক চ্যালেঞ্জ ঠেকাতে, খরচের হিসাব রাখুন। অতীতের কোনও ভুল আজ বুঝতে পারবেন। তাতে হতাশা আসবে।
বৃশ্চিক- মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। ছোটখাট ঘরোয়া জিনিসের জন্য অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্ক হোন। সঙ্গীর কাজকর্ম নিয়ে সতর্ক থাকুন, ব্রেকআপের সম্ভাবনা আছে।
ধনু- এই মুহূর্তে কোনও বিনিয়োগ করবেন না। যদি পরিবারের কোনও সদস্যের আচরণ আপনাকে হতাশ করছে, তাহলে এবিষয়ে তাঁর সঙ্গে কথা বলুন। অবসর সময়ে ধ্যান করুন। যা মানসিক শান্তি আনবে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন।
মকর- অবসর সময়ের আনন্দ উপভোগ করুন। টাকার মূল্য বুঝতে পারবেন এই সময়ে। পারিবারিক দায়িত্ব আপনার উপর চাপ বাড়াবে। প্রিয়তমার কর্কশ শব্দে মন ভেঙে যেতে পারে। অপ্রয়োজনীয় বিরক্তি এড়াতে দেখেশুনে সঙ্গী বাছুন।
কুম্ভ- সন্তানদের উপস্থিতিতে স্বস্তি। খরচের ব্যাপারে সতর্কতা প্রয়োজন আজ। বিশেষ করে ছোটখাট জিনিস ক্রয়ে। পরিবারের সদস্যদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে কথোপকথনের সময় সতর্ক থাকুন।
মীন- রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ভাল সময় কাটান। অপ্রত্যাশিত বার্তা মনোরম স্বপ্ন দেখাবে। অপ্রয়োজনীয় বিবাদে হতাশ হতে পারেন। প্রত্যাশিত চাকরি পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)