Baba Vanga: ভয়ঙ্কর আর্থিক সমস্যার আশঙ্কা, আরও খারাপ কিছুর ইঙ্গিত, বাবা ভাঙ্গার ভয়াবহ ভবিষ্যদ্বাণী
Baba Vanga Predictions: সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ-কথকের মধ্যে এক জন ছিলেন বাবা ভাঙ্গা। তিনি মারা যাওয়ার আগে যে সমস্ত কথা বলে গিয়েছেন

নয়া দিল্লি: ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামুসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার ‘বাবা ভাঙ্গা’র নাম। একের পর এক শোরগোল ফেলা সব ভবিষ্যদ্বাণী করে তিনি জনপ্রিয়তার শিখরে। মিলে গিয়েছে তাঁর করা একের পর এক ভবিষ্যদ্বাণী। তাঁর মুখের কথা নাকি একবারে অব্যর্থ। ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়ে ছিলেন দু’চোখের দৃষ্টি। তা সত্ত্বেও ‘দিব্যদৃষ্টি’ দিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী উচ্চারিত হয়েছে তাঁর মুখে। তিনি বাবা ভাঙ্গা।
সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ-কথকের মধ্যে এক জন ছিলেন বাবা ভাঙ্গা। তিনি মারা যাওয়ার আগে যে সমস্ত কথা বলে গিয়েছেন, তা নিয়ে এখনও হতে থাকে চর্চা।
২০২৫ সালে ইতিমধ্যেই বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এই সব গণনা সত্যি হওয়ায় নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী সমাজ। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধে প্রাণহানি হয়েছে হাজারেরও বেশি মানুষের। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। মহাকাশ সম্পর্কে নতুন তথ্য হাতে এসেছে বিজ্ঞানীদের। এর সঙ্গে মায়ানমারের ভূমিকম্পে মৃত্য হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে চলতি বছরে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে বহু ক্ষতি হয়েছে বিশ্বের নানা দেশে। মেঘ ভাঙা বৃষ্টি, দাবানল ও অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটেই চলেছে।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, আসন্ন সময় বিশ্বের জন্য কঠিন সময় হতে চলেছে। এর পাশাপাশি, বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট আরও গভীর হতে পারে। তার মতে, ২০২৫ সালে একটি বড় অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে, যা অনেক দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ করতে পারে। তার ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
বর্তমানে, বিশ্বের অনেক জায়গায় বন্যা এবং বৃষ্টিপাত বিপর্যয় ডেকে এনেছে। এই মুহূর্তে দেশের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিয়েছে। জম্মু থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রায় সর্বত্রই।
ভবিষ্যদ্বাণী মানেই যে তা হুবহু সত্যি হবে, তা নয়। কিন্তু কোনও আশঙ্কা যদি বিজ্ঞানের সঙ্গে মেলে, তবে প্রস্তুত থাকা ভাল।




















