Astrology : অমাবস্যার পর থেকেই শুরু হয়েছে ৩ রাশির প্রতিকূল সময়, ক্ষতির আশঙ্কে পদে পদে, কাজে হাত দেওয়ার আগে সাবধান!
কর্ক রাশিতে বুধ অস্ত: ২৪শে জুলাই, শ্রাবণ অমাবস্যার দিন সন্ধ্যা ৭:৪২ মিনিটে বুধ অস্ত যাবে। কিছু রাশির সমস্যা বাড়তে পারে।

শ্রাবণ মাসের হরিয়ালী অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ দিন। সেদিনই অস্ত গিয়েছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে শিক্ষা, যোগাযোগ, যুক্তি, বুদ্ধি, বাণী, দক্ষতা ইত্যাদির কারক হিসাবে বিবেচনা করা হয়। বুধের এই অস্ত যাওয়া কয়েকটি রাশির জন্য নিয়ে এসেছে প্রতিকূল সময়। গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বুধ চন্দ্রের রাশি কর্কটে অস্ত গিয়েছে। জ্যোতিষী অনীশ ব্যাস জানিয়েছেন, এই দিনের পর থেকে কোন কোন রাশি সুফল পাচ্ছে।
মেষ রাশিফল (Budh Ast Mesh Rashifal)- শ্রাবণ অমাবস্যার দিনে অস্ত গিয়েছে বুধ। মেষ রাশির জাতকদের কাজে বাধা দেবে। বুধ এই রাশির তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং আপনার রাশির চতুর্থ ঘরে অস্ত যাবে, যা কাজে বাধা সৃষ্টি করবে। সম্ভবত এই সময়ে অনেক ভাল সুযোগ হাত থেকে চলে যেতে পারে। চাকরিজীবীরা মানসিক অশান্তি অনুভব করবেন। তবে আশা হারাবেন না । সুসময় আসছে।
মিথুন রাশিফল (Budh Ast Mithun Rashifal)- বুধের প্রভাবে এই সময়ে আপনার কাজকর্মের ক্ষেত্রে বাধা আসবে। বিশেষ করে কর্মসংস্থান খাতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজে খুশি হতে পারবেন না। অসন্তুষ্ট থাকবেন। এই সময়ে কোনও বড় ডিল করতে হলে সাবধানে করুন।
কর্কট রাশিফল (Budh Ast Kark Rashifal)- বুধ প্রভাবে সময়টা কয়েকটি রাশির জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। আয় কমবে এবং চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সব কিছু ইতিবাচকভাবেই নিতে হবে। নিজের উপর আস্থা হারালে বিপদ।
সিংহ রাশিফল (Budh Ast Rashifal)- বুধ এই রাশি থেকে দ্বাদশ ঘরে অস্ত গিয়ে হঠাৎ ক্ষতির পরিস্থিতি তৈরি করবে। এই সময় ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ আসতে পারে। কর্মজীবন-ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ গ্রহের প্রভাবে মানুষের জীবনে ইতিবাচক। বুধ ভাল অবস্থানে থাকলে জাতকের বুদ্ধি, এবং বাচনভঙ্গির পরিবর্তন ঘটে। বুধ মিথুন ও কন্যা রাশির অধিপতি । এই দুই রাশিতে বুধের প্রভাব বিশেষভাবে লক্ষ করা যায়। বুধের অবস্থান কোষ্ঠীতে শুভ হলে জাতকের বুদ্ধি প্রখর হয়। জনসংযোগে সুদক্ষ হন তিনি। কর্মজীবনে সাফল্য আসে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















