Budh Gochar : ৩ রাশি সাবধান, শনির রাশিতে বুধ, পদে পদে শঙ্কা, অসতর্ক হলেই গর্তে
বুধ গ্রহ শীঘ্রই গোচর করবে। বুধ গ্রহ বর্তমানে শনির রাশি মকর রাশিতে রয়েছে । বুধের এরপর শনির রাশি কুম্ভ রাশিতে যবে।

বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় । শীঘ্রই বুধ রাশি পরিবর্তন করতে চলেছে। প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় পর তার রাশি পরিবর্তন করে। তেমনই বুধ। জ্ঞান, বুদ্ধি এবং বিচক্ষণতা বাড়ে বুধে অনুকূলে থাকলে। বুধ গ্রহ শীঘ্রই গোচর করবে। বুধ গ্রহ বর্তমানে শনির রাশি মকর রাশিতে রয়েছে । বুধের এরপর শনির রাশি কুম্ভ রাশিতে যবে।
বুধের গোচর কখন হবে?
বুধের গোচর হবে মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি দুপুর ১২.৫৮ মিনিটে । বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ রাশি পরিবর্তন করলে কয়েকটি রাশির ভাগ্যোদয় হবে। আবার কারও সমস্যার সময় শুরু হবে। বুধের গমন কাদের জীবনে অসুবিধে ডেকে আনতে পারে, চলুন জেনে নেওয়া যাক।
খুব অসুবিধেয় পড়তে পারে কোন কোন রাশির জাতকরা
তুলা রাশি - তুলা রাশির জাতকদের জন্য বুধের এই গমন খুব একটা সুবিধাজনক হবে না। কুম্ভ রাশিতে বুধের গমনের ব্যাপারে সতর্ক থাকা উচিত। তুলা রাশির জাতকদের তাদের কর্মজীবনে সতর্ক থাকতে হবে। এই সময়ে তর্কাতর্কি করা এড়িয়ে চলুন। আপনার আচরণের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে আপনার ঝগড়া করার প্রবণতা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।
বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতকদের জন্যও সময়টা কঠিন হতে পারে। শনির রাশি কুম্ভে গ্রহরাজ বুধের গোচর নানা সমস্যার জটে জড়াতে পারে এই রাশির জাতকদের। পারিবারিক এবং বিবাহিত জীবনে নানা সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রেও সমস্যা হতে পারে। সবসময় সতর্ক থাকতে হবে।
মকর রাশি- শনির কুম্ভ রাশিতে বুধের গমন মকর রাশির জন্য সুবিধাজনক হবে না। মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উত্থান-পতন লেগেই থাকবে। কোনো কাজে তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা না রাখতে পারলে পরিস্থিতি আপনার প্রতিকূলে যেতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















