Daily Astrology: শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?
Daily astrological prediction: আজ ৬ মে, শনিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
![Daily Astrology: শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ? Daily astrological prediction for 6 May 2023 know your daily horoscope know in details Daily Astrology: শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/a77a38b298d27f729509de28f2698ae91683309828130484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ ৬ মে, শনিবার। নতুন দিগন্তের খোঁজে সবাই। গত কোভিডবর্ষে প্রায় প্রত্যেকেই খারাপ কাটিয়েছেন। কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ প্রিয় মানুষ। যদিও ভিতরে যা কিছুই থাক, পজিটিভ এক্সপ্রেশন এবং পজিটিভ চিন্তায় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এমনটাই মত বিশেষজ্ঞদেরও। তবে আগে থেকে নিজের রাশিফল অনুযায়ী যদি সতর্ক হয়ে যাওয়া যায়, তাহলে ভাল-মন্দ দুইয়ের জন্য মনকে প্রস্তুত রাখা যায়। তাহলে চলুন আলো হোক কিংবা অন্ধকার, নতুন দিগন্তের খোঁজ নিতে চোখ রাখুন আপনার রাশিফলে। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- অযথা অর্থব্যয় থেকে সাবধান। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
বৃষ- বায়ুপথ এড়িয়ে চলুন। নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
মিথুন- ঝামেলা থেকে দূরে থাকুন। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।
কর্কট- কর্মসূত্রে বিদেশ ভ্রমণ। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।
সিংহ- অপমানিত হওয়ার আশঙ্কা। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা- প্রেমে চাপ বাড়বে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
তুলা- বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে। অযথা অতিরিক্ত আয় থেকে বিরত থাকুন।
বৃশ্চিক- রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু- বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।
মকর- কাজের জায়গা বদলাতে পারে। শত্রুকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
কুম্ভ- বাড়িতে অতিথি আসতে পারে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন।
মীন-শরীর নিয়ে সতর্ক থাকুন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)