Daily Horoscope: দাম্পত্য জীবনে মেঘ কাটবে, শেয়ার বাজারে বড়সড় লাভ, কী বলছে আপনার রাশিফল?
Horoscope Today: আজ ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? দেখে নিন।
মেষ: আপনার ইচ্ছাপূরণ হতে পারে, জীবনসঙ্গীর কাছ থেকে উপহার মিলতে পারে। দাম্পত্য জীবন আনন্দদায়ক হবে। বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যবসা সম্পর্কে পরামর্শ চাইতে পারেন।। এদিন লাল রঙ আপনার জন্য ভাল।
বৃষ: অকারণ খরচ কমবে। সকলকে আপনার গোপন কথা বলবেন না। পুরনো সম্পর্ক থেকে লাভবান হবেন। কাজের কারণে ভ্রমণ হতে পারে। সাদা রং এদিন আপনার জন্য ভাল।
মিথুন: আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বন্ধুদের সান্নিধ্য ও সমর্থন আপনাকে মানসিক শক্তি দেবে। আধ্যাত্মিক কোনও কাজে মনোনিবেশ করতে পারেন। এদিন হলুদ রং ব্যবহার করুন।
কর্কট: ব্যবসার অংশীদারদের মধ্যে তর্ক-বিতর্ক হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিতর্কিত বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নিজের মতামত দেওয়া থেকে বিরত থাকুন। দুধের মতো রং এদিন আপনার জন্য ভাল।
সিংহ: এদিন শেয়ার বাজার থেকে লাভের সুযোগ রয়েছে। ভাল কোনও লাভ পেতে পারেন। ঘনিষ্ঠ কারও সাফল্যের জন্য খুশি হবেন। জীবনসঙ্গী আপনার প্রতি খেয়াল রাখবে। এদিন সোনালি রং ব্যবহার করতে পারেন।
কন্যা: যাঁরা সমাজজীবনে পরিচিত, তাঁরা নতুন কিছু শুরু করার আগে আৎও একবার ভেবে নিন। নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। পারিবারিক ব্যবসার স্বাস্থ্য ভাল থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। এদিন সবুজ রং ব্যবহার করুন।
তুলা: বিবাহিত জীবনে টানাপড়েন দূর হবে। উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের জন্য সাফল্য অপেক্ষা করছে। নতুন কোনও কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে ভাল করে জানুন। এ দিন সাদা রং আপনার জন্য ভাল হবে।
বৃশ্চিক: সরকারি কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ থেকে তিরস্কার পেতে পারেন। মনোযোগ ও মানসিক দৃঢ়তা বজায় রাখুন। হঠাৎ করে খরচ বাড়তে পারে। লাল রং আপনার জন্য অনুকূল।
ধনু: নতুন আয়ের উৎস তৈরি করতে পারবেন আপনি। জীবনসঙ্গীর সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে তা আজ মিটে যেতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। এদিন হলুদ রং ব্যবহার করুন।
মকর: বাধা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতে পারবেন। কোনও সমালোচনাকে খুব বেশি গুরুত্ব দেবেন না। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রমাণ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।
কুম্ভ: ব্যবসা স্থিতিশীল হবে। আপনার দৃঢ় ইচ্ছাশক্তি এবং সংকল্পের প্রশংসা করবে অন্যরা। আপনি নিয়মানুবর্তী, সেইভাবেই চলুন। চাকরি বদলের কথা ভাবতে পারেন।
মীন: কর্তৃত্বের অপপ্রয়োগ করবেন না। অকারণ অধিকার দেখানো উচিত নয়। নিজের কাজে এদিন খুশি হবেন না। নিজের রাগ সামলান নয়তো কাজের ক্ষতি হবে। হলুদ রং আপনার জন্য ভাল।