Daily Horoscope : নতুন ব্যবসায় বিনিয়োগে ক্ষতি হতে পারে বৃষের, দিনটি কেমন যাবে আপনার ?
Astrological Prediction : আগাম পূর্বাভাস পাওয়া গেলে পথ চলতে অনেক সহজ হয়
কলকাতা : সারাটি দিন কেমন যাবে তার আগাম পূর্বাভাস পাওয়া গেলে পথ চলতে অনেক সহজ হয়। সেই মোতাবেক পরিকল্পনা করা যায়। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। দেখে নিন আজ আপনার ভাগ্যে কী রয়েছে ?
মেষ- গত দিনগুলির বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। স্থগিত থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন। ব্যবসায় লাভবান হবেন। অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
বৃষ- আজ আপনার শরীর খারাপ থাকতে পারে। যা আপনার পেশা ও পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। স্ত্রীর স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে মনমরা থাকতে পারেন। বহুবার আপনার ধৈর্য পরীক্ষিত হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করবেন না। অন্যথা ক্ষতির মুখে পড়তে পারেন।
মিথুন- পেশাগত ক্ষেত্রে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায় নতুন সুযোগের প্রত্যাশা করতে পারেন। যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে।
কর্কট- আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে। গুরুতর স্বাস্থ্য-সমস্যা কেটে যেতে পারে। শিশুদের স্বাস্থ্য ভাল থাকবে। কোথাও টাকা আটকে থাকলে আজ তা ফেরত পাবেন। ঋণ শোধ করে দিতে পারেন।
সিংহ- মানসিক শান্তি পাবেন। দ্বিতীয়বার না ভেবেই সুযোগের সদ্ব্যবহার করুন। অতীতের কর্ম থেকে সঠিক পথের হদিশ পাবেন। প্রেমিক-প্রেমিকা খুশির মুহূর্ত উপভোগ করবেন। বন্ধুদের সহায়তায় সঠিক চাকরি পাবেন।
কন্যা- আজ একটু অলস বোধ করবেন। দায়িত্ব থেকে দূরে থাকলে হতাশা আসতে পারে। কথা রাখতে পারবেন না। যার জেরে আপনার সম্মানহানি হতে পারে। ঔদ্ধত্যের জন্য আপনার পেশা ও পারিবারিক জীবনের ক্ষতি হতে পারে। প্রথমদিকে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।
তুলা- আজ উৎসাহ বোধ করতে পারেন। নিজের লক্ষ্য-পূরণে আজ আপনার ফোকাস থাকবে। সহজেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। কাজের জন্য ছোটখাট ভ্রমণে যেতে পারেন। যা অদূর ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। ভাই-বোনেদের সঙ্গে বিবাদ হতে পারে।
বৃশ্চিক- পারিবারিক ব্যবসায় আরও বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। যা অদূর ভবিষ্যতে আপনার পারিবারিক ব্যবসাকে বাড়িয়ে তুলবে। সামাজিক কাজের জন্য পুরস্কৃত হবেন। পরিবারে কোনও ভাল খবর পেতে পারেন।
ধনু- আজ সুখ। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। যা আপনার নিজস্ব শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অতীতে আপনি ভাল কাজ করে থাকায়, কোনও উদ্ভাবনী কাজ শুরুর ক্ষেত্রে নিয়তি আপনাকে সাহায্য করবে।
মকর- আজ আপনি হতাশ থাকতে পারেন। নিজের ঔদ্ধত্য নিয়ন্ত্রণে রাখুন। অন্যথা নিজের কর্কশ ভাষার জন্য ক্ষতি হতে পারে। দূরের ভ্রমণ এড়িয়ে যান আজ । তাড়াহুড়ো করে গাড়িও চালাবেন না।
কুম্ভ- আজ আপনার মানসিক শান্তি থাকবে। উপার্জনের জেরে আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। স্বামী-স্ত্রী রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করবেন। যারা সিঙ্গল তাঁরা জীবনে প্রেম খুঁজে পেতে পারেন। জীবনে উন্নতি পরিলক্ষিত হবে এখন।
মীন- কাজের জগতে আপনার ভাল নেটওয়ার্কের কারণে নিজের পরিকল্পনা প্রয়োগ করতে সক্ষণ হবেন। কঠোর পরিশ্রমের জেরে বড় অর্ডার পেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে ভাল বোঝাপড়া। বস আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করতে পারে।