Dhanteras 2024: ধনতেরসে ত্রিপুষ্কর যোগে ৩ গুণ বেশি লাভ এই ৩ রাশির, হতে পারে ইচ্ছা পূরণ; মজবুত হবে প্রেম
Astrology: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনতেরসের শুভ যোগের সুফল পাবেন সমস্ত রাশির জাতকরা। তবে, এর মধ্যে কিছু রাশি রয়েছে যেগুলির বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা : আজ ধনতেরস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি । ধনতেরসের দিন থেকেই দীপোৎসব শুরু হয়ে যায়। আজ, ধনতেরসের দিনে ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনতেরসের শুভ যোগের সুফল পাবেন সমস্ত রাশির জাতকরা। তবে, এর মধ্যে কিছু রাশি রয়েছে যেগুলির বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি (Mesh Rashi) - আজ ধনতেরসের দিনটি মেষ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। নিজের লক্ষ্য সময়ে পূরণ করতে পারবেন। ভাই-বোনের সম্পর্ক মজবুত থাকবে। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। আপনি যে কোনও কাজ করবেন ভেবেচিন্তে। ব্যবসায়ীদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারেও হাসিখুশি পরিবেশ বজায় থাকবে। যা আপনাকে আনন্দ দেবে।
কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতকদের জন্য ধনতেরসেরটি বিনিয়োগের জন্য খুবই শুভ হবে। গাড়ি বা সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। যাঁরা সোনা, রুপো ও পাত্রের ব্যবসা করছেন তাঁরা ভাল আর্থিক সুবিধা পাবেন। কন্যা রাশির জাতকদের জন্য ধনতেরসের দিনটি আনন্দের হতে চলেছে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চেষ্টা করলে জীবনসঙ্গীর সঙ্গে প্রেম মজবুত হবে।
তুলা রাশি (Tula Rashi)- দেবী লক্ষ্মীর কৃপায় তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যদি ফ্ল্যাট এবং জমিতে বিনিয়োগ করতে চান তবে ভবিষ্যতে এই বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন। আপনি যদি নিজের বা পার্টনারশিপে ব্যবসা করেন তবে লাভের পরিমাণ বাড়বে। ধনতেরসের এই দিনটি আপনার ভাল কাটবে।
ধনতেরসে সোনা কেনার তাৎপর্য-
হিন্দু সংস্কৃতিতে সোনাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধনতেরাসে সোনা কেনা ধন ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে প্রদীপ জ্বালানো এবং আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরিকে প্রার্থনা করারও প্রথা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে