Diwali Week 2021: ৬৭৭ বছর পর দীপাবলির প্রাক্কালে শুভ যোগ, কোন সময় পণ্য কিনলে ভাগ্য ফিরবে?
প্রায় ৬৭৭ বছর পর মকর রাশিতে দেখা যাচ্ছে বৃহস্পতি ও শনির মিলন। এর আগে ১৩৪৪ সালের ৫ নভেম্বর এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।
Diwali Week 2021: বৃহস্পতিবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দিনেই চন্দ্র কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে অবস্থা করছে। যার ফলে শুভ সময়ের সূচনা হচ্ছে আজ থেকেই। পুষ্যা নক্ষত্রকে সমস্ত নক্ষত্রের রাজা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে দেবতারাও এই নক্ষত্রের পূজা করেন। বৃহস্পতিবার যখন পুষ্যা নক্ষত্র পড়ে তখন তাকে গুরু পুষ্যা নক্ষত্র বলে। পঞ্জিকা মতে, এই দিনটি খুবই শুভ।
বৃহস্পতিবার মকর রাশিতে শনি ও বৃহস্পতির যাতায়াত রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বিবাহ, শুভ কাজ, সম্পত্তি, উচ্চ পদ, বড় ব্যবসা, উচ্চ শিক্ষা ইত্যাদির জন্য অত্যন্ত শুভ এই দিন। আজ থেকে দীপাবলি পর্যন্ত এই শুভ সময় বজায় থাকবে। প্রায় ৬৭৭ বছর পর মকর রাশিতে দেখা যাচ্ছে বৃহস্পতি ও শনির মিলন। এর আগে ১৩৪৪ সালের ৫ নভেম্বর এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। এই দিনে কেনাকাটা করা ভাল বলে মনে করা হয়।
আরও পড়ুন, রাতে কেঁপে ওঠে কালী মূর্তি, বেঁধে রাখা হত লোহার শিকলে! মানিকোড়ার পুজোর কাহিনি শিউরে ওঠার মতো
দীপাবলি পর্যন্ত অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। ২৯ অক্টোবর রয়েছে এমন যোগ। এই দিন ধাতু ও ধাতব জিনিস কিনতে পারে। এরপর ৩০ অক্টোবর শুক্ল যোগ তৈরি হচ্ছে। সেই দিনে আপনি কাঠ সংক্রান্ত জিনিসপত্র কিনতে পারেন। ৩১ অক্টোবর তৈরি হচ্ছে ব্রহ্ম যোগ। এই দিনে কম্পিউটার, মেশিন, গ্যাজেট ইত্যাদি কিনতে পারেন। এরপর ১ নভেম্বর ইন্দ্র যোগ তৈরি হচ্ছে। আপনি টিভি, ফ্যান ইত্যাদি কিনতে পারেন আজকের দিনে।
২ অক্টোবর ত্রিপুষ্কর যোগ হবে। এই দিনে আপনি গাড়ি, বাইক ইত্যাদি কিনতে পারেন। সর্বার্থসিদ্ধি যোগ থাকছে ৩ অক্টোবর। আপনি বাড়িটিকে সুন্দর করতে জিনিস কিনতে পারেন। ৪ ন্ভেম্বর তুলা রাশিতে চারটি গ্রহের মিলন ঘটবে। এই দিনে প্রীতি যোগ তৈরি হয়। সোনা, জমি, দালান ইত্যাদি এই দিনে নেওয়া যেতে পারে।