(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2024 : নবরাত্রির শুরুতেই সোনালি রেখা ভাগ্যে, শুক্রবার কোন রাশির কাটবে কেমন ?
Navaratri : এই সময় মাথার উপর সব সময় থাকে দেবী দুর্গার আশীর্বাদ। জেনে নিন কোন রাশির কেমন কাটবে শুক্রবার।
নবরাত্রির দ্বিতীয় দিন, কেমন কাটবে বিভিন্ন রাশির?
তুলা রাশি
আগামীকাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি জটিলতায় পূর্ণ হতে চলেছে। কাজ বাড়বে। দীর্ঘদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করতে পারে। পরিবারের সদস্যদের খুশি রাখতে পারবেন। বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি ভাল যাবে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। ভাল অর্থ বিনিয়ো। একটু চিন্তা করেই যেকোনো পরিবর্তন করুন। আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে পরিবেশটি আনন্দদায়ক হবে। আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন দিন হতে চলেছে। কাজের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা আসবে । আলস্যের জন্য কাজ পণ্ড হতে পারে। দায়িত্ব অন্য কারো উপর চাপানো থেকে বিরত থাকতে হবে। কারও সঙ্গে বিবাদ থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের কিছু নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় হতে পারে । মানুষের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে। বন্ধুর সংখ্যাও বাড়বে। মহিলা বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকুন। কিছু সহকর্মী আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। পরিবারে দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল মিশ্র দিন হতে চলেছে। নতুন বাড়ি, দোকান ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে পুরস্কার পেতে পারেন। মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। কোনো কাজই তাড়াহুড়ো করে করা উচিত নয়।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালই কাটবে। সহকর্মীদের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাবেন না। বসের সঙ্গে পদোন্নতির বিষয়ে কথা বলতে পারেন। আপনি আপনার কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। চিন্তা করে টাকা ব্যবহার করতে হবে। অন্য কারো বিষয়ে কথা বলা এড়িয়ে চলতে হবে।
আরও পড়ুন :
এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে