Guru Gochar 2024: দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, ১৯ অগাস্টের পর মেপে মেপে পা ফেলতে হবে এই ৩ রাশিকে !
Jupiter Transit: বর্তমানে বৃহস্পতি বৃষভ রাশি ও রোহিণী নক্ষত্রে রয়েছে। রাখি উৎসব ১৯ অগাস্ট পালিত হবে এবং এর পরে অর্থাৎ ২০ অগাস্ট বৃহস্পতি সন্ধে ৫টা ২২ মিনিটে মৃগশীর্ষ নক্ষত্রে প্রবেশ করবে
![Guru Gochar 2024: দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, ১৯ অগাস্টের পর মেপে মেপে পা ফেলতে হবে এই ৩ রাশিকে ! guru gochar 2024 jupiter transit in mrigashirsha nakshatra brisha kumbha and tula rashi need to be cautious from 19 august Guru Gochar 2024: দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, ১৯ অগাস্টের পর মেপে মেপে পা ফেলতে হবে এই ৩ রাশিকে !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/07/4fb2e743477cac8874fdd708558bcf5e1723031117959170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : দেবগুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু মনে করা হয়। বৃহস্পতিকে সুখ, ধন ও সমৃদ্ধির কারণ বলে মনে করা হয়। যা সময়ে সময়ে রাশিচক্রের সঙ্গে সঙ্গে নক্ষত্রের পরিবর্তন করে (নক্ষত্র পরিবর্তন)। শ্রাবণ পূর্ণিমার পরে, বৃহস্পতি তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করবে এবং মৃগশীর্ষ নক্ষত্রে ট্রানজিট করবে।
বর্তমানে বৃহস্পতি বৃষভ রাশি ও রোহিণী নক্ষত্রে রয়েছে। রাখি উৎসব ১৯ অগাস্ট পালিত হবে এবং এর পরে অর্থাৎ ২০ অগাস্ট বৃহস্পতি সন্ধে ৫টা ২২ মিনিটে মৃগশীর্ষ নক্ষত্রে প্রবেশ করবে এবং ২৮ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, এই নক্ষত্রে থাকাকালীন বৃহস্পতি অনেক রাশির জীবনে অশান্তি সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক মৃগশীর্ষ নক্ষত্র কী এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশিগুলিতে বিরূপ প্রভাব পড়বে।
২৭টি নক্ষত্রের মধ্যে মৃগশীর্ষ নক্ষত্রমণ্ডল রয়েছে, যা পঞ্চম স্থানে রয়েছে। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল। যখন দেবগুরু মঙ্গল গ্রহের অধীন মৃগশীর্ষ নক্ষত্রে প্রবেশ করবেন, তখন কিছু রাশির চিহ্নকে সাবধানে পা ফেলতে হবে।
বৃষ রাশি (Brisha Rashi) - বৃহস্পতি মৃগশীর্ষ নক্ষত্রে প্রবেশ করে বৃষ রাশির জাতকদের দুশ্চিন্তা বাড়াতে চলেছে। বিশেষ করে প্রসাধনী সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য সময় কঠিন হবে। কর্মক্ষেত্রে বসের কাছে তিরস্কৃত হতে পারেন এবং সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। এই সময়ে আপনি মানসিক চাপ অনুভব করবেন।
কুম্ভ রাশি (Kumbha Rashi) - এই রাশির ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের জেরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আর্থিক বিনিয়োগে ক্ষতির মুখে পড়তে হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা ভাল যাবে না।
তুলা রাশি (Tula Rashi)- বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে আপনার ক্ষতি করতে পারে। তাই এই সময়ে কোনও বড় চুক্তি বা আর্থিক বিনিয়োগ করবেন না। বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। মানসিক উদ্বেগ বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)