Guru Gochar 2025 : উন্নতির দায়িত্ব নিচ্ছেন বৃহস্পতি, মে মাসেই বিরাট পরিবর্তন, বিদ্যে-বুদ্ধি-অর্থ সবই ৩ রাশির হাতে
গুরু গ্রহের প্রথম রাশি পরিবর্তন হতে চলেছে আগামী মাসের ঠিক মাঝামাঝি। মিথুন রাশিতে যাবেন বৃহস্পতি। গুরু গ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে।

নবগ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সকল গ্রহের মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। গুরু গ্রহ বৃহস্পতিও মন্থর গতির গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে। দেবগুরু বৃহস্পতি যখনই নিজের গতি পরিবর্তন করবেন তখনই প্রতিটি রাশির জন্য সুখ নিয়ে আসবেন বলে মনে করা হয়।
2025 সালে গুরু গোচর কখন? (Jupiter Transit 2025)
- গুরু গ্রহের প্রথম রাশি পরিবর্তন হতে চলেছে আগামী মাসের ঠিক মাঝামাঝি। মিথুন রাশিতে যাবেন বৃহস্পতি। গুরু গ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে।
- এরপর গুরু গ্রহ বৃহস্পতির দ্বিতীয় গোচর হবে ১৯ অক্টোবর , কর্কট রাশিতে হবে।
- ২০২৫ সালেরই ১১ নভেম্বর গুরু কর্কট রাশিতে বক্রি অবস্থায় চলে যাবেন বৃহস্পতি অর্থাৎ উল্টো গতিতে চলবেন। এরপর ৪ ডিসেম্বরফের মিথুন রাশিতে গোচর করবেন বৃহস্পতি।
এই সব গোচরগুলি থেকে লাভ করবেন যাঁরা -
মেষ রাশি (Aries 2025)-
মেষ রাশির জাতকদের জন্য গুরু গোচর ফলপ্রসূ হতে পারে। মেষ রাশির জাতকদের ভাগ্যের সহায়তা পাবে। আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। যদি আপনি চাকরি বা ব্যবসা করেন তবে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে।
ধনু (Sagittarius 2025)-
ধনু রাশির জাতকদের লাভ হতে চলেছে এই গোচর থেকে। সুখ-সুবিধা নিয়ে আসবে। চাকরিজীবীদের ভালো সুযোগ হাতে আসবে। কাজের প্রশংসা সর্বত্র হবে। ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের যোগ আছে। সুখবর প্রাপ্তি হতে পারে।
কুম্ভ (Aquarius 2025)-
কুম্ভ রাশির জাতকদের জন্য গুরু গোচর লাভজনক হতে চলেছে। এই সময় আপনি সন্তান সুখ পেতে পারেন। জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। চাকরির সন্ধানে পূর্ণ বিরাম পড়বে এবং অপার সাফল্য পেতে পারেন।
বৃহস্পতিকে শক্তিশালী করার উপায়
জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করেন, বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য, কেউ আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হতে পারেন। অবশ্যই গুরুজন এবং শিক্ষকদের সম্মান করতে শিখুন। গুরু মন্ত্র জপ করা উপকারী হতে পারে। অনেক জ্যোতিষী পরামর্শ দেন, বৃহস্পতির প্রভাবকে শক্তিশালী করার জন্য হলুদ পোখরাজ রত্নপাথর পরতে। তবে তা একেবারেই ব্যক্তি ভিত্তিক। কারও পরামর্শ ছাড়া নিজে থেকে ধারণ করা যাবে না। প্রতিদিন গুরু মন্ত্র জপ করলে কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ শান্ত ও শক্তিশালী হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















