Daily Astrology : বড়ঠাকুরের কৃপা বজায় থাকুক, শনিবার কীভাবে পা ফেললে ভাল কাটবে দিন
Horoscope Tomorrow : মেষ থেকে মীন, শনিবার বড়ঠাকুরের পুজোর দিনে কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi)
কালকের দিন কষ্টে কাটতে পারে। কাল কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে নাও যেতে পারে। খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে কাল। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই ভাল কাল। ভুগতে পারেন মাথার যন্ত্রণায়। মাস্কের প্রয়োজন হতে পারে কাল। ব্য়বসায়ীদের ব্য়বসায় বিনিয়োগ করতে হতে পারে। কাল অতি প্রয়োজন ছাড়া কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। ভাইবোনে সদ্ভাব বজায় রাখুন।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi)
চাকরি যাঁরা করেন, কাল আপনি নিজের কর্মক্ষেত্রে কুচিন্তকদের থেকে দূরে থাকুন। আপনাকে নিচে দেখাতে সচেষ্ট হতে পারে কেউ কেউ। মেরুদণ্ডজনিত সমস্য়ায় ভুগতে হতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারেন ব্য়বসায়ীরা। ফলে ভাল চলবে ব্যবসা। ভাল কাটবে দাম্পত্য় জীবন।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi)
অস্বস্তিতে কাটতে পারে কালকের দিন। কর্মক্ষেত্রে সবকিছু ইতিবাচক নাও হতে পারে। ফলে মন ভাল না থাকার সম্ভাবনা। তবে বেশি ভেঙে পড়বেন না। ভাল সময় শীঘ্রই আসবে। কঠিন পরিশ্রম ছাড়া শর্টকাটে কিছু হবে না। বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। ব্লাড প্রেশার বাড়তে পারে। ব্য়বসায়ীরা আরও পরিশ্রম করুন। যুবক-যুবতিরা ইতিবাচক থাকার চেষ্টা করুন। ভাল কাটবে দাম্পত্য় জীবন। দুজনে কোথাও ডিনারে যেতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
ইষ্টদেবের পুজো করে দিন শুরু করুন। ভাল কাটবে কালকের দিন। স্বাস্থ্য় নিয়ে অবহেলা করবেন না। ঋতু পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। ব্যবসায়ীদের ভাল কাটার কথা কাল। বন্ধুত্বের মুখোশ পরে যারা আছে, তাদের মুখোশ খুলতে পারে আপনার সামনে। ব্যবসায় লাভ হতে পারে কাল।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
ভাল কাটবে কালকের দিন। আপনার পুরনো ভাল কাজের সুফল এখন পেতে পারেন। ফলে লাভ হতে পারে আর্থিকও। স্বাস্থ্যের কথা বললে, কাল মাথা ঘোরার সমস্যায় ভুগতে পারেন। সাবধানে থাকুন। ব্যবসায় আপনার সঞ্চয়ের দিকে নজর রাখুন। গ্রাহকদের সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। রাগকে নিয়ন্ত্রণে রাখুন, তবেই ভাল থাকবে দাম্পত্যজীবন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
কাল থেকেই পরিশ্রম শুরু করুন যদি কর্মক্ষেত্রে সাফল্য পেতে চান। রুটিন খাওয়াদাওয়া, নিয়মপালনে জীবন ভাল থাকবে। গ্রাহকদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত হিসেবনিকেশে আপডেট করতে থাকুন। তবেই ভাল লাভের মুখ দেখবেন। ইন্টার্নশিপ যাঁরা করছেন, নিজেদের কাজে পুরো ফোকাস করুন। পারিবারিক কোনও ভ্রমণে গেলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়গুলি চেক করে নেবেন। তারপরই সিদ্ধান্ত নিন।
তুলা কালকের রাশিফল (Tula Rashi)
ভাল কাটবে কালকের দিন। চাকরির জন্য কোনও কোর্স শুরু করতে চাইলে এটাই উত্তম সময়। বাইরে ভাড়া বা পিজি থাকলে খাওয়াদাওয়ার ব্যাপারে নজর দিন। বাড়িতে বানানো খাবার সবথেকে উপযুক্ত আপনার জন্য। ব্যবসায়ীরা কাল একটু সাবধানে থাকুন। সতর্ক থাকুন টাকাপয়সার লেনদেনে। শেয়ার মার্কেটে বিনিয়োগের সঠিক সময় নয়। ছোট ছোট ব্যাপারে চিন্তায় পড়তে পারেন যুবক-যুবতিরা। বৈবাহিক সম্পর্ক বজায় রাখুন। ধৈর্য ও সংযম জরুরি।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
চাকরি যাঁরা করেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যাঁরা কাজ করেন, বিদেশযাত্রা করতে হতে পারে। ফলে বাড়তে পারে বেতনও । স্বাস্থ্য খারাপ হতে পারে স্বাস্থ্যকর্মীদের। ফলে ব্যালান্সড ডায়েট জরুরি। জরুরি নিজের স্বাস্থ্যের প্রতি নজর। সকালে ব্যবসা ভাল নাও হতে পারে। সন্ধের দিক লাভ বাড়তে পারে। আলস্যের শিকার হবেন না যুবক জাতক-জাতিকারা। ছোট ভাই-বোনের স্বাস্থ্য খারাপ হতে পারে কাল। তাই আগে থেকে সাবধান হওয়া প্রয়োজন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। খালি পেটে থাকার অভ্যাস ত্যাগ করুন। ডায়েট ফলে করতে হবে। অন্যথায় গ্যাসের সমস্যায় ভুগতে পারেন। অংশীদারি ব্যবসা হলে সহযোগীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। যুবক জাতক-জাতিকারা ইন্টারভিউয়ে সফল হতে পারেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
নিজের কর্মকুশলতা প্রকাশ পাবে। ফলে পদস্থ আধিকারিকদের নজরে পড়ার সম্ভাবনা প্রবল। নিজের ত্বকের প্রতি নজর দিতে হবে। অ্যালার্জি বা ভাইরাসজনিত সংক্রমণে ভুগতে হতে পারে। ভেবেচিন্তে ব্যবসা করতে হবে ব্যবসায়ীদের। জিনিসপত্রের দাম নিয়ে জনদরদী সিদ্ধান্ত নিতে হবে। বিবাহযোগ্যা নারীদের ভাল খবর মিলতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
ভাল কাটবে কালকের দিন। নিজের কাজে সন্তুষ্ট হবেন আপনি, ফলে আপনার পরিশ্রম সার্থক বলে মনে হবে। গর্ভবতী মহিলারা নিয়মিত চেক আপ করাতে থাকুন। ব্যবসায় যত বিনম্র হবেন, তত লাভ। যেমনতেমন কেনাকাটা থেকে বাঁচুন কাল। বেশি কেনাকাটার কারণে খরচে রাশ টানতে পারবেন না। আখেরে ক্ষতি আপনারই হবে। শরিকি সম্পত্তি ও পৈত্রিক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা হতে পারে কাল।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সমস্যা হতে পারে। উঁচু স্থানে উঠে যদি আপনাকে কাজ করতে হয়, সতর্ক থাকুন। লাগতে পারে চোট। মহিলা ব্যবসায়ীদের কাজের চাপ আরও বাড়তে পারে কাল। তবে আপনার উৎসাহ দেখে কর্মীরাও উৎসাহিত হবে। পারিবারিক যে কোনও সমস্যায় ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিন। কোনও সমস্যার সমাধান আলোচনায় হতে পারে। তাই বসে আলোচনা করে সমস্যা মেটানোয় জোর দিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।