Japan Tsunami Prediction: আজই সেই দিন ! সত্যি হতে চলেছে জাপানি বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী? আগেই একাধিক ভূমিকম্প
আকুসেকিজিমা গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে, কেউ কেউ মনে করছেন, 'মনে হচ্ছে যেন মাটি সবসময় কাঁপছে।'

আজ সেই ৫ই জুলাই। এই দিনটি নিয়েই এদ্দিন ধরে নানা ভবিষ্যদ্বাণী। বহুদিন ধরেই আলোচনায় জাপানের রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী। ১৯৯৯ সালে তাঁর বই "The Future I Saw"-তে তিনি আজকের দিনটি সম্পর্কে মারাত্মক ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি অনেকের। এই বইটিতে তিনি দাবি করেছিলেন এই বছপ ৫ই জুলাই জাপানে এমন একটি বিধ্বংসী সুনামি আসবে, যা ২০১১ সালের ভয়াবহ তোহোকু বিপর্যয়ের থেকেও বড় হতে পারে।রিও তাতসুকিকে প্রায়শই জাপানি বাবা ভাঙ্গা বলা হয়। তিনি করোনা ভাইরাস থেকে প্রিন্সেস ডায়ানার মৃত্যু, এবং ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পূর্বাভাস করে ছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণীগুলি বেশির ভাগই সত্যি হয়েছে বলে দাবি একদলের। তাতসুকির পূর্বাভাস, এই বছর জাপানে তীব্র কম্পন ও সুনামি দেখা যাবে। এরই মধ্যে জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে ভূমিকম্পের তীব্রতা মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
আগেই টোকারা দ্বীপপুঞ্জের আকুসেকিজিমা দ্বীপে ভূমিকম্প ও বন্যা দেখা দিয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ২১ জুন থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত ৭৩৬টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ৫০টির বেশি ভূমিকম্পের ধাক্কা বেশি। বেশিরভাগ কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৫ । আকুসেকিজিমা একটি আগ্নেয় দ্বীপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০ মিটার উপরে অবস্থিত। যদিও সুনামির ঝুঁকি ভৌগোলিক কারণে এখানে কিছুটা কম। তবে ভূমিকম্পের ক্রমবর্ধমান প্রবণতা বড় বিপর্যয়ের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই জাপানি বাবা ভাঙ্গার কথা লোকজন এতটাই মানে যে, এই অঞ্চলের জন্য এই সময় ফ্লাইটের বুকিং পরপর বাতিল হয়েছে। মানুষ উপকূলীয় অঞ্চলগুলি এড়িয়ে চলছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। আকুসেকিজিমা গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে, কেউ কেউ মনে করছেন, 'মনে হচ্ছে যেন মাটি সবসময় কাঁপছে।'
বিজ্ঞান কী বলছে?
জাপানের আবহাওয়া সংস্থা (JMA) যদিও বলছে, সুনামির কোনও সরকারি সতর্কতা জারি করার পরিস্থিতি তারি হয়নি। তবে ইদানীং বেশ কয়েকটি ভূমিকম্প ঘটেছে, তাই তারা সতর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট ছোট ভূমিকম্পের পর কোনও বড় ধাক্কা আসতেই পারে। তাই তাতসুকির ভবিষ্যদ্বাণীকে বৈজ্ঞানিক স্বীকৃতি না দিলেও, কেউ উড়িয়েও দিচ্ছে না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি




















