Mangal Gochar : আগামীকালই আস্তানা বদল মঙ্গলের, ৩ রাশির মঙ্গলই মঙ্গল, দীপাবলির আগেই স্বপ্নপূরণ, কেরিয়ারে বিরাট লাফ !
কর্কট রাশিতে মঙ্গল গমনের কারণে কিছু রাশির মানুষ বিরাট সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
কলকাতা : গ্রহগুলির মধ্যে সেনাপতির মর্যাদা দেওয়া হয় মঙ্গলকে। ২০ অক্টোবর মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। গ্রহর এই রাশি পরিবর্তনকেই বলা হয় গোচর। কর্কট হল চন্দ্রের নিজস্ব রাশি। কর্কট ও সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করলে সুপ্রভাব বিস্তার করে। মঙ্গল হল মেষ এবং বৃশ্চিক রাশির শাসক। আগামীকাল অর্থাৎ ২০ অক্টোবর অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল ।
এই সময়ে মঙ্গল ও শনি একে অপরের থেকে ষষ্ঠ ও অষ্টম ঘরে ষড়ষ্টক যোগ গঠন করবে। এমতাবস্থায় মঙ্গল ও শনির মিলনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে হিংসার ঘটনার আশঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ-পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। যখনই মঙ্গল তার রাশি পরিবর্তন করে, মানুষের জীবনে এর বিশেষ প্রভাব পড়ে। কর্কট রাশিতে মঙ্গল গমনের কারণে কিছু রাশির মানুষ বিরাট সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। কোন কোন রাশিচক্রের কপালে এই সৌভাগ্য আসবে ?
মেষ-
মঙ্গল গ্রহের পরিবর্তন মেষ রাশির জন্য শুভ হতে চলেছে। এই গোচর মেষ রাশির মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে । ব্যবসার উন্নতি হবে । আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। পদোন্নতির উজ্জ্বল যোগ তৈরি হবে। স্বাস্থ্য সমস্যা অনেকটাই মিটতে পারে।
তুলা রাশি-
কর্কট রাশিতে মঙ্গল গোচরের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ হবে। এই সময়ে, যাঁরা আর্থিক সংকটের সম্মুখীন হবেন, তাঁরা সমস্যার সমাধানও খুঁজে পাবেন। স্বাস্থ্যর উন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে এবং পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে।
কুম্ভ রাশি-
কুম্ভ রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর সুফলদায়ক হতে চলেছে। জীবন থেকে কিছু সমস্যা শেষ হতে পারে। শরীর ভাল হবে আগের থেকে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে । প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে উন্নতি আসবে। শ্রমজীবী মানুষের জন্য সুসময়। কর্মক্ষেত্রে সম্মান পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।