Mangal Gochar : আগামীকালই মঙ্গলের নতুন ঠিকানা ! ঝড়ের গতিতে উন্নতি ৫ রাশির জীবনে
মঙ্গল গোচরের ফলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে কয়েকটি রাশি। তার মধ্যে রয়েছে, মেষ...। দেখে নিন, আর কারা।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে শক্তি, বীরত্ব, যুদ্ধ, উদ্যোগ এবং উদ্যমের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের বছরে খুব সাবধানে থাকতে হয়। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ সেনাপতির মর্যাদা পেয়েছে মঙ্গল। লাল গ্রহ40 থেকে ৪৫ দিনের মধ্যে রাশিচক্র পরিবর্তন করে। মঙ্গল যখন তার রাশিচক্রের চিহ্ন পরিবর্তন করে, তখন বেশ উপকৃত হতে পারে কয়েকটি রাশি। আবার কারও ওপর বেশ নেতিবাচক প্রভাবও পড়ে। ২১ জানুয়ারি মিথুন রাশিতে মঙ্গল গোচর করবে। এর ফলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে কয়েকটি রাশি। তার মধ্যে রয়েছে, মেষ...। দেখে নিন, আর কারা।
মেষ রাশি:
মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল হল প্রথম ও অষ্টম ঘরের অধিপতি। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করলে , এই রাশির জাতকদের মনে প্রচুর সাহস আসবে । বড় রকমের আর্থিক সুবিধা পাওয়ার যোগ রয়েছে। কর্মজীবনে কিছু নতুন সাফল্য পেতে পারেন। হাতে আসতে পারে লাভদায়ক প্রোজেক্ট। কর্মক্ষেত্রে বড় রকমের সাফল্য পেতে পারেন। আয় বাড়বে উল্লেখযোগ্য ভাবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। লাভের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি:
আপনার রাশি যদি সিংহ হয়, তাহলে শুরু হচ্ছে আপনার সুসময়। রাজপুত্র মঙ্গল সিংহ রাশির জাতকদের যাবতীয় বিলাসে ভরিয়ে দিতে পারেন। যানবাহন কেনার যোগ আছে। বাড়ি কেনার বিষয়ে এগোতে পারে কথাবার্তা। মঙ্গল স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে। লাভের সুযোগ বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুবিধা পেতে পারেন। বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক হলে, মঙ্গল আপনার জীবনে লাভজনক সুযোগ প্রদান করবে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। চাকরি করেন যাঁরা, তাঁদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ আছে। ব্যবসায়ীরা ভালো লাভ পতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আগের তুলনায়।
কুম্ভ রাশিফল:
কুম্ভ রাশির পঞ্চম ঘরে মঙ্গল গমন করবে। মঙ্গলের বিপরীতমুখী অবস্থা এই রাশির প্রেম জীবনের জন্য ইতিবাচক প্রমাণিত হবে। এই সময়ে প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং বিবাহিত জীবনের জন্যও সময় ভালো যাবে।
মীন রাশি:
২১ জানুয়ারি মীন রাশির জাতকদের জন্য বেশ ভাল হকে পারে। কর্মজীবনের আপনি নতুন কিছু পাবেন বলে আশা করা হচ্ছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা মঙ্গল গ্রহের এই গোচর থেকে লাভবান হতে পারেন। এই রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। ব্যবসা থেকে ভাল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক মজবুত হবে । পারস্পরিক বোঝাপড়া ভাল থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন : ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে, এই সপ্তাহ মোড় ঘোরাবে ৫ রাশির জীবনে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
