Nag Panchami 2024 : কালসর্প দোষ ? মুক্তি পাওয়ার সেরা দিন পরের শুক্রবার, শুধু করুন এই ৩ কাজ
KaalSarp Dosh: কালসর্প দোষ থেকে মুক্তি পেতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। নাগ পঞ্চমীর দিনটি কালসর্প দোষের পুজোর জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়।
কলকাতা : শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমী উৎসব। এ বছর নাগ পঞ্চমী ৯ অগাস্ট, শুক্রবার পড়ছে। এই দিনে নাগ দেবতার পুজো করা হয়। নাগ পঞ্চমীকে শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সাপের পুজো করা হয়। এছাড়াও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। নাগ পঞ্চমীর দিনটি কালসর্প দোষের পুজোর জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়। কালসর্প দোষ দূর করতে এই দিনে পুজো করার বিশেষ উপকারিতা রয়েছে।
কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায়-
যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে কালসর্প দোষ থাকে তবে নাগ পঞ্চমীর দিন একজোড়া রুপোর সাপ কিনে পুজো করুন এবং নদীতে তা ভাসিয়ে দিন। এমনটা করলে কালসর্প দোষের প্রভাব কমে যায় বলে বিশ্বাস করা হয়।
কালসর্প দোষ থেকে মুক্তি পেতে নাগ পঞ্চমীর দিন যে কোনও শিব মন্দিরে গিয়ে সেবা করুন।
সেই দিন মন্দির পরিষ্কার করুন। এমনটা করলে আপনি কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন।
কী হয় কালসর্প দোষের প্রভাবে ?
এই দোষের প্রভাবে জীবনের প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে হয়, খেতে হয় বারবার হোঁচট। কোনও কাজে সাফল্য আসে না। বারবার এমন অবস্থার সম্মুখীন হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাঁরা। সমস্ত শুভ যোগ নষ্ট হয়ে যায় কালসর্প দোষের ফলে।
যাঁদের রাশিতে রাহু অবস্থান করছে তাঁদের নীল রঙের পোশাক পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। মদ এবং মাংস খাওয়া খেতে বারণ করেন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা দুর্গা ও ভৈরবের পুজো করতে বলেন। এতে অনেকটাই উপকার হয়।
এছাড়া রাহুর অশুভ অবস্থা এড়াতে বুধবার রাহু সম্পর্কিত জিনিস দান করতে পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন ; এইদিন শ্রাবণের শিবরাত্রি ! পালনে যাবে ঘুরে ৫ রাশির ভাগ্যের চাকা, সোনায় মুড়বে কপাল
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।