Rahu Ketu: মীনের উপর কালো ছায়া রাহুর, কেতু আছে কন্যায়, জীবনে ঝড় ওঠার আগেই থামান এই উপায়ে
Rahu Ketu Effect On Meen kanya : রাহু-কেতু দোষের কারণে জীবন সমস্যায় ঘেরা হয়ে ওঠে। তাই জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুর নেতিবাচক প্রভাব এড়াতে ব্যবস্থার কথা বলা হয়েছে।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুকে ছায়া গ্রহ বলা হয়েছে। রাহু একটি মায়াময় গ্রহ যা সর্বদা বিপরীত গতিতে চলে। সব গ্রহ যেমন সময়ে সময়ে তাদের রাশি পরিবর্তন করে, ঠিক একইভাবে রাহু-কেতুও তাদের রাশি পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু-কেতু একটি রাশিতে ১৮ মাস বা দেড় বছর থাকে। রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে ১৮ মে, ২০২৫ পর্যন্ত থাকবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু-কেতু একটি রাশিতে ১৮ মাস বা দেড় বছর থাকে এবং তার পরে আবার অন্য রাশিতে প্রবেশ করে। রাহু এবং কেতু উপস্থিত রাশিচক্রকে প্রভাবিত করে। তারা অন্যান্য রাশিচক্রের চিহ্নগুলিও নানাভাবে প্রভাবিত করে। সেই সঙ্গে রাহু-কেতু দোষের কারণে জীবন সমস্যায় ঘেরা হয়ে ওঠে। তাই জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুর নেতিবাচক প্রভাব এড়াতে ব্যবস্থার কথা বলা হয়েছে।
- রাহু অবস্থান করছে মীন রাশিতে, কেতুর অবস্থান কন্যা রাশিতে
রাহু-কেতুর ট্রানজিট হয়েছিল গত ৩০ অক্টোবর ২০২৩ এ। রাহু, মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে। একই সময়ে, কেতু তুলা রাশি থেকে বেরিয়ে এসে কন্যা রাশিতে স্থানান্তরিত হয়। ৩০ অক্টোবর থেকে রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে রয়েছে। এখন রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে আগামী ২০২৫ সালের ১৮ মে পর্যন্ত থাকবে।
রাহু-কেতুকে জ্যোতিষশাস্ত্রে পাপী গ্রহ বলা হয়েছে। কারণ তাদের নেতিবাচক প্রভাবে জীবন সমস্যায় জেরবার হয়ে পড়ে। শুধু তাই নয়, রাহু-কেতুর নেতিবাচক প্রভাব আপনার জীবনকে স্বর্গ থেকে নরকে পরিণত করতে পারে। তবে চিন্তা করবেন না, রাহু-কেতুর নেতিবাচক প্রভাব কমাতে জ্যোতিষশাস্ত্র কিছু কার্যকর ব্যবস্থা দিয়েছে।
- রাহু-কেতুর অশুভ প্রভাব থাকলে কোনও মানুষকে রবিবার লুচি, হালুয়া এবং দই খাওয়াতে হবে এবং তারপরে মেয়েদের পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করতে হবে।
- রাহু-কেতুর দোষ থাকলে কালো কুকুরকে রুটি খাওয়ান।
- গোমেদ রত্ন পরলে রাহুর দোষও দূর হয়। জ্যোতিষীর পরামর্শে শনিবারে অনিক্স পরতে পারেন।
- বাড়িতে শেষনাগের উপর নৃত্যরত ভগবান শ্রীকৃষ্ণের ছবি রাখলে রাহু-কেতুর নেতিবাচক প্রভাবও কমে।
- যব, সরিষা, মুদ্রা, নীল বস্ত্র, কাচের বস্তু ইত্যাদি দান করলে রাহু-কেতুর অশুভ প্রভাব দূর হয়।
- কেতু গ্রহ সংক্রান্ত দোষত্রুটি দূর করতে বুধবার বুধের নক্ষত্রে অশ্বগন্ধা বা অগন্ধা মুল পরিধান করলেও দোষ দূর হয়। 9টি মুখী রুদ্রাক্ষও পরতে পারেন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন, সবচেয়ে বড় শত্রুও পরাজিত হবে, কালভৈরব জয়ন্তীর দিন করুন এই কাজটি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে