বড় সাফল্যের সুখবর আসবে ? কী বলছে কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল ?
Karkat Rashiphal : কী করলে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না ? জানুন, কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল।

Cancer Weekly Horoscope 2025 : গ্রহ-নক্ষত্রের চলনের উপর নির্ভর করে ২ থেকে ৮ মার্চ পর্যন্ত সপ্তাহটি ১২ রাশির অনেকগুলি রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাপ্তাহিক রাশিফলে এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জন্য আগামী ৭ দিন কেমন থাকবে।
কর্কট রাশি (Karkat Rashi) রাশিচক্রের চতুর্থ রাশি, যার অধিপতি চন্দ্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২ থেকে ৮ মার্চ কর্কট রাশির জন্য সাধারণভাবেই কাটবে। দেখে নেওয়া যাক সাপ্তাহিক রাশিফল (Saptahik Rashifal) বিস্তারিত।
সাপ্তাহিক রাশিফল (Karkat Rashi Saptahik Rashifal 2025)
- সপ্তাহের শুরুর দিকটি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ থাকারই সম্ভাবনা। শুরু থেকেই কোন বড় সাফল্য আপনার ভাগ্যে আসতে পারে, তবে, সে সাফল্যের উত্তেজনায় হুঁশ হারানো থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনও ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, তা না হলে ভবিষ্যতে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
- চাকরি করেন যাঁরা, ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনার প্রমোশন হতে পারে। বা পছন্দের জায়গায় বদলির ইচ্ছা পূর্ণ হতে পারে। অফিসে সিনিয়র এবং জুনিয়র উভয়ের থেকেই আপনি প্রশংসিত হতে পারেন। ঘর ও পরিবারের সঙ্গে যুক্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় পরিজনদের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন।
- আপনি কি বিদেশে কর্মজীবন শুরু বা ব্যবসা (Career and Business) করার কথা ভাবছেন ? তবে সে পথে আসা বাধা দূর হবে। সপ্তাহান্তে বন্ধু বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে কোনও পিকনিক স্পটে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। বৈবাহিক জীবন (Married life) সুখের হবে। ছোটখাটো সমস্যাগুলি উপেক্ষা করতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
- কর্কট রাশির জাতকদের এই সপ্তাহের শুরুতে স্বভাব এবং কথাবার্তায় নম্রতা আনতে হবে। আগামী সপ্তাহে, ছোটখাটো বিষয়ে কারও সঙ্গে তর্ক করা এড়িয়ে চলতে হবে, অন্যথায় এটি আপনার ভাবমূর্তির বড় ক্ষতি করতে পারে।
আরও পড়ুন : আপনার কি সিংহ রাশি ? আচমকা লাভের যোগ ? কেমন যাবে গোটা সপ্তাহ ?
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















