Brihaspati Gochar: সরস্বতী পুজোর শেষেই বৃহস্পতির উত্থান, ৩ রাশি উঠবেন টাকার পাহাড়ে, চাকরি-ব্যবসায় উন্নতি
৩ রাশির চাকরি-ব্যবসায় বিরাট উন্নতি! সরস্বতী পুজোর পর টাকার পাহাড়ে উঠবেন কারা?

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলে মনে করা হয়। বৃহস্পতি যখন স্থান বদল করে বা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবগুরু বৃহস্পতির মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়, কোষ্ঠিতে বৃহস্পতির জায়গা ভাল থাকলে সুদিন বজায় থাকে। ৪ ফেব্রুয়ারি দুপুর ৩ টে ৯ মিনিট থেকে সোজা পথে চলবেন দেবগুরু। যার শুভ প্রভাব পড়বে ৩টি রাশির উপর। তাহলে বৃহস্পতির কারণে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কাদের?
বৃশ্চিক রাশি- বৃহস্পতির সোজা চালে ভাগ্য খুলবে বৃশ্চিক রাশির। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। ঋণশোধ করতে পারবেন। গুরুর আর্শীবার্দে যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে বড় বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রেম জীবন ভাল কাটবে।
আরও পড়ুন, ৪ রাশিকে উন্নতির পথে উড়িয়ে নিয়ে যাবে বৃহস্পতি, কোন কোন জাতকদের সোনার সময় শুরু?
কন্যা রাশি- বৃহস্পতির মার্গী দশা কন্যা রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো চাকরির সঙ্গে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। জীবনে আনন্দ, বিলাসিতা বাড়বে। সঙ্গীর সঙ্গে সস্পর্ক মজবুত হবে। সংসারে অশান্তি মিটবে, পরিবারের সকলের স্বাস্থ্য ভাল থাকবে। সব ক্ষেত্র থেকে সাফল্য আসবে।
মেষ রাশি- দেবগুরুর অবস্থানের জেরে লাভবান হবে মেষ রাশি। রাতারাতি অর্থলাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সংসারে আর্থিক সংকট কাটবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















