Saturday Horoscope: অবস্থান বদলে কোন রাশির উপর সদয় হচ্ছেন শনিদেব ? পরিশ্রমের জোরে দিন বদলাচ্ছে কাদের ?
Astrology : তুলা থেকে মীন, রাশিচক্রের প্রথম শেষ রাশির ভাগ্যে শনিবার কী আছে ?

তুলা রাশি-
তুলা রাশির জাতকরা তাঁদের স্বাস্থ্যের উপর পুরো মনোযোগ দেবেন। যার ফলে তাঁদের পুরোনো সমস্যা থেকে মুক্তি মিলবে। আপনারা কোনও নতুন ব্যবসায় হাত দেওয়ার চেষ্টা করবেন, যার জন্য ঋণের আবেদন করতে পারেন। আপনাদের মনে আনন্দ থাকবে। রাজনীতিতে পদক্ষেপ নেওয়া লোকেরা কোনও ভালো পদ পেতে পারে। কোনও বহিরাগত ব্যক্তির ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকতে হবে।
বৃশ্চিক রাশি-
বৃশ্চিক রাশির জাতকদের তাঁদের খরচের উপর পুরো মনোযোগ দিতে হবে। কোনও জমি ও যানবাহন কেনা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের বাড়িতে বড় সদস্যদের আগমন হতে পারে। আপনাদের দীর্ঘ ভ্রমণে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। পারিবারিক বিষয়গুলিতে পুরো মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। বাবা-মায়ের আশীর্বাদে আপনাদের কোনও আটকে থাকা কাজ শেষ হবে।
ধনু রাশি-
ধনু রাশির জাতকদের যশ ও কীর্তি বৃদ্ধি হবে। কাজে বুদ্ধি দেখাতে হবে। আপনারা কোনও কাজ নিয়ে বেশি উৎসাহী হবেন না। প্রেম ও সহযোগিতার ভাবনা আপনাদের মনে থাকবে। যদি কোনও ইচ্ছা অপূর্ণ থাকে, তা শনিবার পূর্ণ হতে পারে। বাবা-মায়ের আশীর্বাদে আপনাদের কোনও আটকে থাকা কাজ শেষ হবে। বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কোনও অবহেলা করবেন না।
মকর রাশি-
মকর রাশির জাতকদের জন্য সুখ-সুবিধায় বৃদ্ধি নিয়ে আসবে। আপনাদের সন্তান কোনও প্রতিযোগিতায় ভালো সাফল্য পাবে। কর্মক্ষেত্রে উচ্চ কর্মকর্তাদের কৃপা আপনাদের উপর বজায় থাকবে। ব্যবসায় আপনাদের কাজ নিয়ে কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে। কোনও সম্পত্তি সংক্রান্ত আইনি বিষয় আপনাদের জন্য মাথাব্যথা হতে পারে। আপনাদের কোনও ঝুঁকিপূর্ণ কাজে ভেবেচিন্তে হাত বাড়াতে হবে।
কুম্ভ রাশি-
কুম্ভ রাশির জাতকদের তাঁদের প্রয়োজনীয় কাজগুলিতে পুরো মনোযোগ দিতে হবে। আপনারা আপনাদের কথাবার্তা ও আচরণে সংযমী হোন। আপনাদের কোনও নতুন পদ পাওয়ার ফলে পরিবেশ আনন্দময় হবে। আপনাদের মন ধর্মীয় কাজে খুব লাগবে। কিন্তু আপনারা যদি কোথাও ভ্রমণে যান, তাহলে কারও কাছ থেকে কিছু না নিয়ে যান। কারণ এর ফলে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনাদের আপনাদের বাবার সঙ্গে কাজ নিয়ে কথা বলতে হবে। অন্যের ব্যাপারে আপনারা অকারণে কথা বলবেন না।
মীন রাশি-
মীন রাশির জাতকদের সামনে কিছু চ্যালেঞ্জ থাকবে, যার জন্য তাদের মন চিন্তিত থাকবে। আপনারা কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনও লেনদেন খুব ভেবেচিন্তে করবেন। কারণ তার উপর বিশ্বাস করা আপনাদের ক্ষতি করতে পারে। জীবনসঙ্গীর কর্মজীবনেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা কাউকে দেওয়া প্রতিশ্রুতি সময়মতো পূর্ণ করবেন, নয়তো পরিবারে অকারণে ঝগড়া বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















