(Source: ECI/ABP News/ABP Majha)
Shani Astrology : অর্থব্যয়, শক্তিক্ষয়, বাধা, শনির চোখরাঙানিতে ৩ রাশির জেরবার অবস্থা, কালীপুজো অবধি কঠিন সময়
Shani Astrology 2024 : শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থানেই আছেন। ১৫ নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখীই থাকবেন।
কলকাতা : ভগবান শনি যতই কঠিন দেবতা হোন না কেন , তিনি কর্মের উপর ভিত্তিতে নির্ধারণ করেন কোনও ব্যক্তির উপর ভাল বা খারাপ প্রভাব কতটা হবে । শনি প্রতিটি রাশিকেই খুব ধীর গতিতে অতিক্রম করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি রাশিতে কমপক্ষে আড়াই বছর অবস্থান করে শনিগ্রহ। শনি এতদিন একই রাশিতে থাকলেও তার অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। কখনও শনি প্রত্যক্ষ থাকেন শনি, কখনও আবার পশ্চাদপদে হাঁটেন তিনি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থানেই আছেন। ১৫ নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখীই থাকবেন।
শনির বিপরীত গতিকে অশুভ মনে করা হয়। এই সময়ে কয়েকটি রাশির জাতকদের আর্থিক সমস্র সম্মুখীন হতে হবে। সেই সঙ্গে ঝামেলায় ফেলতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। আইনি বিবাদ এবং পারিবারিক বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য শনির অবস্থান খুবই অশুভ বলে মনে করা হচ্ছে। শনির বিপরীত গতি এদের কাজে প্রভাব ফেলবে। জীবনে অনেক উত্থান-পতন আসবে। চাকুরিজীবীদের চাপে পড়তে হতে পারে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সময়টা জীবন চ্যালেঞ্জে পূর্ণ থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য শনির এই অবস্থান অশুভ প্রভাব আনতে পারে। এই সময়ে নানা অশুভ ফল দেখতে পাবেন। শারীরিক ও মানসিক সমস্যা আসতে পারে। সময়টা কঠিন হবে। এই সময়ে কাজের অবনতি হতে পারে । বস রাগ বাড়তে পারে। নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা।
মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের উপর শনির বিপরীত গতি নেতিবাচক প্রভাব আনতে পারে। কিছু আর্থিক ক্ষতি হবে, ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। তাহলেই এড়াতে পারবে নানা বিপদ - আপদ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।