Shani Budh Yuti : এক মাসের মাথায় শুরু শনির খেলা, বুধের সঙ্গে হাত মিলিয়ে ৩ রাশির জীবনে কেল্লাফতে
জ্যোতিষের ভাষায় বলে শনি - বুধ যুতি। এই ফলে দারুণ উপকার পাবেন তিনটি রাশির জাতকরা।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব গ্রহই একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করে। গ্রহর প্রভাব কখনও কোনও রাশির উপর ভাল, তো কখনও মন্দ। প্রতিটি রাশির মানুষকে কোনও না কোনওভাবে প্রভাবিত করে গ্রহের অবস্থান। বুধকে একাগ্রতা, বুদ্ধিবৃত্তি, ক্ষমতা, শিক্ষা, ব্যবসা, যুক্তি ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধের রাশি পরিবর্তন ঘটছে । এর ফলে ১২ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু ফলাফল পাবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ গ্রহের রাজকুমার । আগামী ১১ ফেব্রুয়ারি, দুপুরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর সঙ্গে শনিও তখন কুম্ভ রাশিতেই থাকছে। এর ফলে তৈরি হবে শনি বুধের জুটি। যাকে জ্যোতিষের ভাষায় বলে শনি - বুধ যুতি। এই ফলে দারুণ উপকার পাবেন তিনটি রাশির জাতকরা।
মিথুন
বুধ ও শনির বন্ধুত্ব মিথুন রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। বুধ-শনির মিলন মিথুন রাশির জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা নিয়ে আসতে পারে। কেরিয়ারের স্বার্থে দূরে কোথাও, এমনকী বিদেশেও যেতে হবে। ব্যবসার ক্ষেত্রেও আপনি অনেক লাভবান হতে পারেন। একটি বড় অর্ডার পেতে পারেন। আর্থিক লাভেরও পূর্ণ যোগ রয়েছে। সম্পদ বৃদ্ধিও হতে পারে।
সিংহ
সিংহ রাশির সপ্তম ঘরে বুধ ও শনির মিলন ঘটবে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। অফিসেও আপনার কাজের প্রশংসা হতে পারে। সিংহ রাশির জাতকরা এখন তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
তুলা
বুধ ও শনির মিলন এই রাশির মানুষের জন্য অনুকূল হতে পারে। এই রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজের প্রতি বেশি ঝুঁকবেন। অনেক ধর্মীয় কাজও আসতে পারে। আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পাবে। সাফল্য অর্জন করতে পারবেন। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকেও সময়টা ভাল। স্বাস্থ্যও ভালো থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও খবর :




















