(Source: ECI/ABP News/ABP Majha)
Shani Dev : বিপদের যোগ রয়েছে, শনির প্রকোপে পড়তে পারেন কোন কোন রাশি ?:
Shani Dev For Today: আজ ১০ সেপ্টেম্বর, শনিবার। এই দিনে শনির প্রকোপে পড়তে পারেন কোন রাশির ব্যাক্তিরা।
কলকাতা: জীবনে ভাল খারাপ লেগেই থাকে। অনেকেই বলে থাকেন, একটানা খারাপের পর এবার ভাল আসবে। অনেকেই অপেক্ষা কের থাকেন। কিন্তু তারপরেও আশানুরূপ ফল আসে না। মন খারাপ হয়। আবার ভাল কাটাতে কাটাতে খাদে গিয়েও পড়ে অনেকে। তবে এই ভাল-খারাপ যদি আগে থেকে জেনে নেওয়া যায়, তাহলে অনেকটাই সতর্ক থাকা যায় খারাপ পরিস্থিতির জন্য এবং ভাল খবরের জন্য প্রস্তুত থাকা যায়। আজ ১০ সেপ্টেম্বর, শনিবার। এই দিনে শনির প্রকোপে পড়তে পারেন কোন রাশির ব্যাক্তিরা ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- ভ্রমণের সুযোগ বন্ধ হতে পারে। বেশি উদারতা দেখানো থেকে বিরত থাকুন। প্রিয় কারও সঙ্গে দেখা হবে। চাকরিজীবনে উন্নতির যোগ রয়েছে। সুতরাং চেষ্টা ছাড়বেন না। যদি রাজনীতিতে থাকেন, তাহলে সফলতা পাবেন।
বৃষ- সাবধানে থাকুন, বিপদের যোগ রয়েছে। কর্মের দিকে সম্মান পাবেন। পরিবারের স্বাস্থ্যের উন্নতি হবে। চাকরি বা ব্যবসায় এই রাশিদের আর্থিক উপার্জনের যোগ রয়েছে। অচেনা ব্যাক্তি থেকে দূরে থাকবেন। সমস্যা তৈরি হতে পারে।
মিথুন- আগুন থেকে সাবধান থাকুন। চাকরি জীবনে উন্নতির সম্ভাবনা। তাই আগাম সতর্ক থাকবেন। মানসিক অবসাদ আসতে পারে। সাবধান থাকবেন। তবে সুখবর হল, আপনি আত্মীয়দের থেকে সাহায্য পাবেন।
কর্কট- প্রিয়জনের খারাপ খবর আসার সম্ভাবনা। অর্থ ভাগ্য ভাল রয়েছে। এই রাশিদের ক্ষেত্রে আয় বাড়লেও খরচের যোগ রয়েছ। ফেলে আসা জীবনের কারও সঙ্গে দেখা হতে পারে। তার সঙ্গে আন্তরিকভাবে মিশুন। তিনি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পারেন।
সিংহ- পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। যারা চাকরি জীবনে আছেন, অফিসের শীর্ষকর্তাদের থেকে তাঁরা সাহায্য পাবেন। আইন মামলা মোকদ্দমায় জয় লাভ করতে পারেন। কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যাক্তিরা সাহায্য পাবেন।
কন্যা- কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। কৃষিকাজে যুক্ত থাকলে উন্নতি হবে। তবে আপনার মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে।পরিবারের মানুষের কাছেই জমি সংক্রান্ত কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
তুলা- প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি আসতে পারে। পুরোনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। চাকরি জীবিদের ক্ষেত্রে আধিকারিকদের কারণে উদ্বেগ বাড়বে। তবে সমস্যা এলেও তা পরে কেটে যাবে।
বৃশ্চিক- স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায় চিন্তা বাড়বে। ব্যবসা করলে আপনার জীবনে সাফলতা আসবে। চাকরিজীবিদের জন্যও জন্য সুখবর। এবার আপনি সাফল্য পেতে চলেছেন। পুরোনো বন্ধু সঙ্গে দেখা হয়ে ভাল লাগবে।
ধনু- বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে। এই রাশির ব্য়াক্তিরা সমস্যায় পড়তে পারেন। চাকরি এবং ব্যবসা যাই করুন না কেন, সতর্ক থাকুন। পাশাপাশি কোনও অচেনা ব্যাক্তি আপনার জীবনে আসতে পারে। সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে।
মকর- দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পারিবারিক বা আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর খারাপ হতে পারে। তবে আপানর শ্বশুড়বাড়ির থেকে সাহায্য পাবেন।
কুম্ভ- কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। এই রাশির ক্ষেত্রে চাকরিতে সফলতা আসতে চলেছে। কৃষিকাজে যুক্ত থাকলেও সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভাল কাটাবেন। আপনার বোনের ভাল দিন আসছে।
মীন- প্রেমের জন্য প্রচন্ড মানসিক চাপ বাড়বে। এই রাশির জাতকদের সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকবেন। এই রাশির ক্ষেত্রে অফিসে সহকর্মীদের জন্য বাধা আসতে পারে। পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।