Shani Effect In August : একচুল ভুল করলেই রেগে আগুন শনি, অগাস্টে বড় ঠাকুরের কড়া নজরে কোন ৩ রাশি ?
Shani Effect In August : অগাস্ট মাস শুরু হতে আর ২ দিনই বাকি। এই মাসে কয়েকটি রাশির ওপর শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে।
![Shani Effect In August : একচুল ভুল করলেই রেগে আগুন শনি, অগাস্টে বড় ঠাকুরের কড়া নজরে কোন ৩ রাশি ? Shani Effect In August three zodiac signs Will be On Close Watch On Shani Shani Effect In August : একচুল ভুল করলেই রেগে আগুন শনি, অগাস্টে বড় ঠাকুরের কড়া নজরে কোন ৩ রাশি ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/4dfb7deb28e61da52cd3ab78b8d232c4172222482813153_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শনিদেবকে গ্রহদের মধ্যে বিচারক বলা হয়। শনির দৃষ্টি কেউ এড়াতে পারে না। তবে এ কথাও ঠিক, গ্রহরাজ সত্যাচারে বিশ্বাসী। তিনি কর্মফল ও জীবনযআপন অনুসারে ফল দেন। সকলেই শনি মহারাজের ক্রোধকে ভয় পায় ঠিকই, তবে শনি কিন্তু ন্যায়নিষ্ঠদের প্রতি সদা দয়াবান। অগাস্ট মাস শুরু হতে আর ২ দিনই বাকি। এই মাসে কয়েকটি রাশির ওপর শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে।
সিংহ রাশি (সিংহ রাশি, মাসিক রাশিফল )
অগাস্ট মাসে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। শনিদেব রাহুর সঙ্গে মিলে ২-১২ যোগ তৈরি করেছেন। এর জেরে পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে মতভেদ হতে পারে। দূরত্ব সৃষ্টিও হতে পারে। শনি মানসিক চাপ ও বিভ্রান্তির মতো পরিস্থিতি তৈরি করবে । সঠিক সিদ্ধান্ত নিতে কিছুটা অসুবিধা হতে পারে। ২১ আগস্টের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। আবার লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে অনেক ধরণের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। কাউকে আঘাত করবেন না, কঠিন শাস্তি দিতে পারেন শনিদেব।
মকর রাশি (মকর রাশি, মাসিক রাশিফল )
শনিদেব এই রাশির ষষ্ঠ ঘর এবং দশম ঘর থেকে নবম-পঞ্চম রাজযোগ সৃষ্টি করছেন। কিন্তু এই রাজযোগের সুবিধা পেতে হলে জাতককে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে এই রাশির উপর। যদি সঙ্গীকে প্রতারণা বা অপমান করেন তাহলে শনি শাস্তি দিতে দেরি করবেন না। এই সময়ে, শনির রাগ এড়াতে স্ত্রী এবং ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভাল আচরণ করতে হবে।
কুম্ভ রাশি (কুম্ভ রাশি, মাসিক রাশিফল)
এই বছরের অগাস্ট মাসটি কুম্ভ রাশির জন্য বিশেষ। শনি এই রাশির ষষ্ঠ ঘরে বসে শদাষ্টক দোষ তৈরি করছেন। অযথা রাগ করা এড়িয়ে চলুন । মেজাজ হারিয়ে বিপদে পড়তে পারেন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন কাজে এই সময় সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন এবং জীবনে প্রেমভাবের অভাব হবে না। সময়মতো কাজ শেষ করতে অসুবিধা হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভদ্র আচরণ করুন। অবিলম্বে ভুল মানুষের সঙ্গ ত্যাগ করুন অন্যথায় শনি ক্ষমা করবেন না। অন্যকে সম্মান করুন। আর্থিক ভাবে দুর্বল মানুষদের সাহায্য করা উচিত। শনিদেব খুশি হবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)