Shani Gochar : মীন রাশিতে আজ বিরল ষড়গ্রহী যোগ ! ঝড় তুলতে পারে এই রাশিগুলিতে, চ্যালেঞ্জের জন্য তৈরি তো?
Sadgrahi Yog : সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহু ইতিমধ্যেই উপস্থিত আছে মীন রাশিতে । শনি দেবের প্রবেশের ফলে এই ষড়গ্রহী যোগ সৃষ্টি হবে।

শনিবার, ২৯ মার্চ । শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে আর কিছুক্ষণের মধ্যেই । সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহু ইতিমধ্যেই উপস্থিত আছে মীন রাশিতে । শনি দেবের প্রবেশের ফলে এই ষড়গ্রহী যোগ সৃষ্টি হবে এবং সমগ্র বিশ্বকেই প্রভাবিত করবে। চন্দ্রমা গোচরে এগিয়ে চলবে, কিন্তু ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ বিরাজ করবে।
গ্রহের এই নতুন অবস্থান সারা বিশ্বেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশ্বের তাবড় শক্তিশালী দেশ, যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল এবং ভারতের বিরুদ্ধে ইসলামিক কট্টরপন্থী এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলি সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় বেশ সফল হবে মনে করছেন কয়েকজন জ্যোতিষশাস্ত্রবিদ । এই সময় কোনও বড় প্রাকৃতিক দুর্যোগও ঘটতে পারে। জল থেকে কোনো গুরুতর রোগও ছড়াতে পারে।
ভারতের জন্য কেমন থাকবে সময়?
বিশ্বে এই সময় অস্থিরতা এবং বিষাক্ত পরিবেশের মধ্যেও রাজনৈতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশ্বের প্রধান দেশগুলি যুদ্ধে জড়িত দেশগুলির সঙ্গে ভারত মৈত্রীপূর্ণ আলোচনা করার চেষ্টা করবে। এই সময় যুদ্ধরত দেশগুলির মধ্যে ভারত শান্তির সেতুবন্ধন করার চেষ্টা করবে। পাকিস্তান ভারতের ক্ষতিই করতে চাইবে। ভারতের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রও করতে পারে।
মীন রাশির জাতকদের জন্য কেমন থাকবে সময়?
এই গ্রহ যোগ মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত ঝামেলা আনতে পারে। স্বাস্থ্যগত দিক থেকেও সাবধান থাকা দরকার। গৃহস্থ জীবনেও অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। মাইগ্রেন, মাথাব্যথা ইত্যাদি সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে। শনি এই রাশিতে গোচর করার ঘটনাটি একটি বড় পরিবর্তনের সময় বলে মনে করা হয় । মীন রাশিতে রাহুর উপস্থিতি নেতিবাচকতা বাড়াতে পারে। ২০২৫ সামেলর মে মা, পর্যন্ত মীন রাশির জাতকদের জন্য সময় খুব কঠিন হবে। তবে তারপর উন্নতির ভাল যোগ রয়েছে।
অন্যান্য রাশি- অন্যান্য সকল রাশির জন্যও এই পঞ্চগ্রহী যোগ কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে। তাই সবার জন্যই নবগ্রহ স্তোত্র পাঠ করা উপকারী হতে পারে। মঙ্গলবার এবং শনিবার সুন্দরকাণ্ড পাঠেও উপকার হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


















