![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shani Gochor 2024: দুর্গাপুজোর সময়ে শনির প্রভাব! এই ৬ রাশির কপালে কী রয়েছে?
Shani Astrology: অক্টোবরে শনির রাশির পরিবর্তন হতে চলেছে। এর প্রভাব কীভাবে পড়বে আপনার উপর?
![Shani Gochor 2024: দুর্গাপুজোর সময়ে শনির প্রভাব! এই ৬ রাশির কপালে কী রয়েছে? Shani Gochor 2024 shani dev punishment for shani transit these zodiac should be alert Shani Gochor 2024: দুর্গাপুজোর সময়ে শনির প্রভাব! এই ৬ রাশির কপালে কী রয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/24ac9b5424019c4d171afe1fc53af18d1726112187320385_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সমস্ত গ্রহের মধ্যে শনিদেব বিশেষ শ্রদ্ধা এবং ভয়ের স্থান অধিকার করেন। জ্য়োতিষশাস্ত্রের নিয়ম মেনেই নির্দিষ্ট সময় অন্তর স্থান বদল করে শনি। ২০২৪ সালের অক্টোবরে শনির রাশি পরিবর্তন হতে চলেছে, যা এই রাশিচক্রের জন্য শুভ বলে মনে করা হয় না। এর প্রভাব পড়বে একাধিক রাশির জাতক-জাতিকাদের উপর।
মেষ রাশি- যত তাড়াতাড়ি সম্ভব রাগ ত্যাগ করতে হবে, নয়তো সমস্যা তৈরি হতে পারে। ৩ অক্টোবর, ২০২৪ থেকে শনি মহারাজ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে যাত্রা করবেন। ২৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই রাশিতে থাকবেন। এই সময়ে কোনও ভুল কাজ করবেন না।
মিথুন রাশি- জীবনে অর্থ সঞ্চয় করা ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্থান পরিবর্তনের সময় আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি বিবাহিত না হন তবে বিয়ের যোগ আসতে পারেন। আপনি সাফল্য পেতে পারেন, যাঁরা কাজ করছেন তাঁরা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজতে ব্যস্ত থাকবেন। মানসিক চাপ বাড়তে পারে।
সিংহ রাশি- আপনার রাশির অধিপতি সূর্য। তবুও শনি মহারাজ আপনাকে খুব বেশি কষ্ট দেওয়ার মুডে নেই। শেয়ার বাজার থেকে সুবিধা পেতে পারেন। কেরিয়ার নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে।
তুলা রাশি- শনিদেবের সবচেয়ে প্রিয় কোন রাশি থাকলে তা হল তুলা। এই কারণে, আপনার নিশ্চিন্ত হওয়া উচিত। কিন্তু আপনি যদি কোনও অন্যায় করেন তবে শনিদেব কঠোর শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন না। কাউকে ঠকাবেন না এবং ঠিক ব্যক্তিকে সমর্থন করবেন।
কুম্ভ রাশি- শনি এখন আপনার রাশিতে অবস্থান করছে। শনিদেব আপনার রাশির অধিপতি। এটি আর্থিক লাভের সময়। আপনি যদি চুক্তি করেন তবে আটকে থাকা অর্থ পরিশোধ করা যাবে। ব্যবসায় নতুন যোগাযোগের মাধ্যমে আপনার আয় বাড়তে পারে। মধ্যস্থতার ভূমিকা পালনকারীরা সুবিধা পাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
মীন রাশি: শনিদেবের প্রভাব অর্থের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি যদি পড়াশোনার জগতে বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার ওপর শনির তেজ বর্ষণ হতে চলেছে। আপনার অগ্রগতি কেউ আটকাতে পারবে না। কঠোর পরিশ্রম করুন এবং দরিদ্রদের সাহায্য করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই ধন-সম্পদের জোয়ার! সেপ্টেম্বরে শুধু এটা করলেই ফিরবে ভাগ্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)