Shani Effect : নক্ষত্র বদলাচ্ছেন শনি, ৫ রাশির কাল থেকে রাজার হালে থাকার সম্ভাবনা
Shani nakshatra parivartan : শনির আশীর্বাদে রাজার হালে থাকতে পারেন ৫ রাশির জাতকরা। চলুন, জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে । ভগবান শনি প্রত্যেককে তাদের কর্ম অনুসারে ফল দেন । শনির অশুভ প্রভাব নিয়ে সবাই ভয় পায়। শনির রক্তচক্ষুকে ভয় পান অনেকেই। আবার শনির শুভ প্রভাবে অনেকের জীবন সুখের হয়ে ওঠে। আগামীকাল থেকেই বিরাট বদল হচ্ছে শনির। আগামীকাল ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এই নক্ষত্র পরিবর্তনের কারণে কিছু রাশির চিহ্নের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। বলা যায়, রাজার হালে থাকতে চলেছে ৫ রাশির জাতকরা। চলুন, জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন।
মেষ রাশি
কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে। ব্যবসায় ভাল সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। পড়াশোনার কাজে সাফল্য আসবে।
মিথুন রাশি
চাকরিতে লক্ষ করার মতো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিটি কাজে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এছাড়াও নতুন যানবাহন কিনতে পারেন। আনন্দ পাবেন, আত্মবিশ্বাসও বাড়বে।
সিংহ রাশি
আপনাকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। নানাদিক থেকে সুখ ও শান্তি পাবেন। আপনি যদি কোনও জায়গায় বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকে ভালো আয় পাবেন। এছাড়াও, দেবী লক্ষ্মীর কৃপা এই রাশির জাতকদের উপর আপনার আশীর্বাদ থাকবে। আপনার ব্যবসা ভালো হবে। বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পাবেন।
কন্যা রাশি
শনির নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের আয়ের অনেক সুযোগ দেবে। এই সময়ে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। নতুন গাড়িও কিনতে পারেন। আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। গবেষণার কাজেও আপনি সাফল্য পাবেন।
ধনু রাশি
এই সময়ে কাজে সাফল্য পাবেন। বাবা মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। মনে শান্তি থাকবে। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। তবে,আপনার কথা বার্তায় নিয়ন্ত্রণ প্রয়োজন। বেশি কথায় বাজে কথা আসবে।
আরও পড়ুন :
ইসকনে ময়ূরপঙ্খী নৌকোয় বিহারে বেরোলেন রাধামাধব, চন্দনে চর্চিত হয়ে 'স্বস্তি পেলেন' ঈশ্বর
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।