Shani Rahu Yuti 2025 : ৩০ বছর পর শনি-রাহু যুতিতে ভয়ঙ্কর পিশাচ যোগ ! তীব্র প্যাঁচে ফেলতে পারে ৩ রাশিকে
নতুন বছরে তিনটি রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ, নীতিনিষ্ঠ জীবনযাপন করতে হবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শনি বা গ্রহরাজ কলিযুগের বিচারক। তিনি কুকর্মের শাস্তি দেন। আড়াই বছর ধরে একই রাশিতে অবস্থান করেন। তবে হ্যাঁ, শনি কাউকে যেমন বিপাকেও ফেলে , তেমন রাজাও করতে পারে। তাই কর্মফলটাই আসল। তবুও রাশিফলের সঙ্গে শনির গতির বিশেষ সম্পর্ক আছে বলে মত অনেকের।
শনি এখন কুম্ভে রয়েছেন। কুম্ভ রাশিতে শনির অবস্থান শেষ হতে চলেছে। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবেন শনি। আবার ৩০ বছর পর কুম্ভে ফিরবেন শনি।
অন্যদিকে রাহু ইতিমধ্যে মীন রাশিতেই অবস্থান করছে। ৩০ বছর পর মীন রাশিতে রাহু এবং শনি একটি অত্যন্ত ধ্বংসাত্মক পিশাচ যোগ তৈরি করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। নতুন বছরে তিনটি রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ, নীতিনিষ্ঠ জীবনযাপন করতে হবে।
কোন কোন রাশিকে থাকতে হবে সাবধানে ?
কন্যা রাশি
রাহু ও শনির তৈরি হবে পিশাচ যোগ । কন্যা রাশির সপ্তম ঘরে তৈরি হবে এই যোগ। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের একটু সাবধানে হতে হবে।এ সময় আর্থিক লেন দেন সীমিত করতে হবে। নতুন করে বিনিয়োগ এড়িয়ে চলুন। মেপে বুঝে পা ফেলুন। ধৈর্য ধরে কাজ করুন। সাফল্য আসবে, তবে পরিশ্রম করতে হবে। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। তবে সমাধান হয়ে যাবে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে।
মীন রাশি
রাহু ও শনি এই রাশিরজাতদের জীবনে কিছুটা উত্থান পতন ঘটাবে। স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। মানসিক সমস্যা পীড়া দিতে পারে। চাকরির জায়গায় বিবাদ এড়াতে হবে। ব্যবসায়ও একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনেও কিছু সমস্যার আসতে পারে। তবে সব সমস্যা কেটে যাবে, যদি ন্যায়ের পথে থাকেন, আধ্যাত্মিকতায় মন দেন।
মকর রাশি
মকর রাশিতেও পিশাচ যোগ তৈরি হতে চলেছে। কর্ম নিয়ে সতর্ক থাকতে হবে। চাকরিতে প্রশংসা না পেলেও হাল ছাড়া চলবে না। মানসিক চাপের পরিস্থিতি তৈরি হবে। তবে টেনশন যেন আপনাকে কুরে না খায়। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। কিছু রোগ সমস্যায় ফেলতে পারে। বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে তর্ক হতে পারে। তাই কথায় লাগাম দিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :