Snan Yatra Astrology : আজ স্নান যাত্রায় আশীর্বাদের ঝুলি উপুড় করবেন জগন্নাথদেব, কোন ৫ রাশির কপালে সৌভাগ্যের ঢল
স্নানযাত্রার মাহাত্ম্য অনেক। জেনে নিন এদিন কোন কোন রাশির ভাগ্যোদয় হতে পারে। জেনে নিন আজকের রাশিফল (Today Horoscope)।

আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার দিনই। পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। স্নান করানো হয় ১০৮ ঘড়া জলে। এই পুণ্য তিথির মাহাত্ম্য অনেক। জেনে নিন এদিন কোন কোন রাশির ভাগ্যোদয় হতে পারে। জেনে নিন আজকের রাশিফল (Today Horoscope)।
কন্যা রাশি (Virgo)
কর্মক্ষেত্রে দলে ঐক্য বজায় রাখতে পারলে ভবিষ্যতে বড় সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি দুর্দান্ত কাটবে। পরিবারের সঙ্গে কোনো পার্টিতে যোগ দিতে পারেন। আপনার মনে ওঠা প্রশ্ন এবং সন্দেহের উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য দিনটি ভালো কাটবে। সাধ্য যোগের কারণে ব্যবসায় আয়ের অতিরিক্ত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত ভ্রমণের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।
তুলা রাশি (Libra)
ব্যবসায়ে ভালো ফল পাবেন। আরও ভালো লাভ পাওয়ার জন্য গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। সামাজিক স্তরে কোনো বড় কোম্পানির সহায়তা পেতে পারেন। বাড়ির বড়দের কথায় বিরোধিতা নয়, চুপ করে থাকুন। মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং বিবাহিত জীবনে কিছু পরিবর্তন উপকারী হবে। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়ান। অফিসে বসের মন জয় করার চেষ্টা করা উচিত।
বৃশ্চিক রাশি (Scorpio)
বিপণন ও অর্থ সংক্রান্ত কর্মীদের সাফল্য আসবে। পরিবারে আপনি কোনো কাজের জন্য বাবা-মায়ের সমর্থন পাবেন। প্রেম এবং জীবনসঙ্গীর সঙ্গে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ক্রীড়াবিদরা কঠোর প্রচেষ্টার মাধ্যমে তাঁদের স্থান ধরে রাখতে সফল হবেন। সাধ্য যোগের কারণে বড় পদ পেতে পারেন।
মকর রাশি (Capricorn) ব্যবসায় ভালো আয় এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সমস্যা দূর হবে। সামাজিক স্তরে বন্ধু, পরিবার এবং রাজনৈতিক সমর্থন পাবেন। বাড়ির সংস্কার করানোর জন্য পরিবার থেকে আর্থিক সহায়তা পাবেন। নিজেকে মানসিকভাবে হালকা রাখুন। সাধ্য যোগের কারণে কর্মক্ষেত্রে মাসের সেরা কর্মীর খেতাব আপনি পুনরায় অর্জন করবেন। স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিন।
মীন রাশি (Pisces)
ব্যবসায়ে ভালো আয়ের কারণে আর্থিক সমস্যা দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় আপনি স্বস্তি পাবেন। শিক্ষার্থীরা রাতের চেয়ে ব্রহ্ম মুহূর্তে পড়া বা মুখস্থ করার চেষ্টা করুন। প্রেম এবং জীবনসঙ্গীর উপর কোনো বিষয়ে আপনি চাপ সৃষ্টি করতে পারেন। কর্মচারী এবং বেকার ব্যক্তিরা সুযোগ হাতছাড়া করবেন না, পরে যেন আফসোস করতে না হয়। পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করা ঠিক নয়। পরিবারে বয়স্কদের পরামর্শ আপনার কাজে আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি




















