Vastu Tips: রাতে বেডরুম থেকে বের করে দিন এই জিনিসগুলি, ফল দেখে মুগ্ধ হয়ে যাবেন
Tips For Bedroom: রাতে ঘুমানোর আগে শোওয়ার ঘর থেকে কোন জিনিস গুলো সরিয়ে ফেলা উচিত ?
কলকাতা : বাড়িতে আমরা আমাদের বেশিরভাগ সময় বেডরুমে কাটাই। কিন্তু, বেডরুমে কিছু ভুলের কারণে ঘরে শুধু কলহই হয় না, আর্থিক সংকটও শুরু হয়ে যায়। বাস্তু মতে এমন কিছু কাজ আছে যা ভুল করেও শোওয়ার ঘরে করা উচিত নয়। তা না হলে রাতের ঘুম এবং দিনের শান্তি উড়ে যেতে পারে।
অধিকাংশ মানুষের জীবনই সংগ্রামে ভরা, টাকা হাতে থাকে না। আসুন জেনে নিই রাতে ঘুমানোর আগে শোওয়ার ঘর থেকে কোন জিনিস গুলো সরিয়ে ফেলা উচিত।
চটি-জুতো- বাস্তু মতে, শোওয়ার ঘরে কখনই ধুলো মাখা জুতো খুলে রাখা উচিত নয়। এতে ঘরের শান্তি নষ্ট হয়। নেতিবাচক শক্তি তৈরি হয়। পরিবারের সদস্যরা মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয়। বাড়িতে লক্ষ্মী থাকেন না।
ভুলেও ঝাঁটা রাখবেন না- ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। শোওয়ার ঘরে ঝাড়ু রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়ে। আশীর্বাদ চলে যায়। পরিবারে ভালবাসা শেষ হয়ে যেতে পারে।
নোংরা বাসন- সাধারণত চা বা কফি পান করার পরে, অনেকে বেডরুমে কাপ রেখে দেন। যে কারণে নেতিবাচক শক্তি বাড়তে শুরু করে। এই পরিস্থিতি আর্থিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। দারিদ্র নেমে আসতে পারে। দ্বন্দ্ব বাড়তে থাকে।
ভুলেও এটা করবেন না- শোওয়ার ঘরে নোংরা কাপড়, জুতো, ঝাড়ুর মতো জিনিস কখনোই রাখা উচিত নয়। খেয়াল রাখতে হবে বিছানার নীচে কোনও আবর্জনা যেন না জমে। এতে দুর্ভাগ্য নেমে আসে। দোরগোড়ায় আসা লক্ষ্মী ফিরে যান। উন্নতির পথও বাধাগ্রস্ত হয়।
প্রসঙ্গত, বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) প্রতিটি দিকের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তুতে উল্লেখিত আটটি দিক মেনে চললে আমাদের জীবনের গতিপথ বদলে যেতে পারে। সেই কারণেই আমরা গৃহ নির্মাণ হোক বা পুজো স্থল বা রান্নাঘর তৈরি করার সময় খুব সতর্ক থাকি।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )