(Source: ECI/ABP News/ABP Majha)
Honda City: ২৫ বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় সেডান ব্র্যান্ড হন্ডা সিটি, কেমন ছিল সফরনামা
Honda City Sedan: ১৯৯৮ সালে প্রথম হন্ডা সিটি লঞ্চ হয়েছিল ভারতে। সেই মডেল বিক্রি হয়েছিল ২০০৩ সাল পর্যন্ত।
Honda City: ভারতে যেসমস্ত গাড়ির ব্র্যান্ড রয়েছে তার মধ্যে যথেষ্টই জনপ্রিয় হন্ডা সিটি (Honda City)। ১৯৯৮ সাল থেকে ভারতে হন্ডা সিটি গাড়ির বিক্রি শুরু হয়েছে। প্রায় ২৫ বছর ধরে ভারতে এই গাড়ির মডেলের বিক্রি চলছে। সাম্প্রতিক জেনারেশনের হন্ডা সিটি গাড়িতে প্রথমবারের জন্য যুক্ত রয়েছে একটি হাইব্রিড powertrain। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরও অনেক ফিচার। পরিসংখ্যান অনুসারে হন্ডা সিটি গাড়ি তার সমগোত্রীয় গাড়ির মধ্যে এখনও ‘বেস্ট সেলিং কার’। ভারতের জনপ্রিয় এই সেডানের বিভিন্ন জেনারেশনের একঝলকে ফিরে দেখা যাক।
ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হন্ডা সিটি সেডান হল সবচেয়ে বেশি সময় ধরে চলতে থাকা মেনস্ট্রিম মডেল (longest running mainstream model)। ১৯৯৮ সালে প্রথম হন্ডা সিটি লঞ্চ হয়েছিল ভারতে। সেই মডেল বিক্রি হয়েছিল ২০০৩ সাল পর্যন্ত। এই গাড়িতে ছিল VTEC ইঞ্জিন যার সাহায্যে ১০৬ bhp শক্তি উৎপন্ন হয়।
সেকেন্ড জেনারেশনের মডেল লঞ্চ হয়েছিল ২০০৩ সালে। হন্ডা সিটি- র এই সেডান মডেলে ছিল আধুনিক ও উন্নত ডিজাইন এবং ফিচার। এছাড়াও এই গাড়িতে ছিল অনেকটা জায়গা। সেকেন্ড জেনারেশনের এই হন্ডা সিটি Jazz মডেলে ছিল অ্যান্টি ব্রেকিং সিস্টেম। এছাড়াও ছিল একটি ১.৫ লিটারের i-DSI ইঞ্জিন এবং একটি CVT অটোম্যাটিক।
থার্ড জেনারেশনের হন্ডা সিটি মডেল লঞ্চ হয়েছিল ২০০৮ সালে। আগের থেকে বেশ পরিবর্তন হয়েছিল এই নতুন মডেলে। এখানে ছিল একটি sportier design এবং শক্তিশালী ১.৫ লিটারের i-VTEC ইঞ্জিন। এছাড়াও থার্ড জেনারেশনের হন্ডা সিটি গাড়িতে ছিল ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ এবং অ্যান্টি ব্রেকিং সিস্টেম। সব ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড হিসেবে ছিল EBD ফিচারের সাপোর্ট। ২০০৮ সালে কোনও গাড়িতে এইসব আধুনিক ফিচার যুক্ত হওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
ফোর্থ জেনারেশন হন্ডা সিটি গাড়ি আত্মপ্রকাশ করেছিল ২০১৪ সালে। আগের সব জেনারেশনের তুলনায় এই গাড়ি ছিল অনেক বেশ বিলাসবহুল। একগুচ্ছ প্রিমিয়াম ফিচার যুক্ত হয়েছিল এই ভ্যারিয়েন্টে। এই হন্ডা সিটি সেডান মডেলে ছিল একটি সানরুফ। এছাড়াও ছিল একটি ১.৫ লিটারের i-DTEC ডিজেল ইঞ্জিন এবং একটি ১.৫ লিটারের i-VTEC পেট্রোল ইঞ্জিন। এই প্রথম হন্ডা সিটি গাড়িতে যুক্ত হয়েছিল ডিজেল ইঞ্জিন।
ফিফথ জেনারেশন হন্ডা সিটি লঞ্চ হয়েছিল ২০২০ সালে। বড় আকার-আয়তনে লঞ্চ হয়েছিল এই গাড়ি। গাড়ির ভিতরে যুক্ত হয়েছিল আরও জায়গা। এছাড়াও প্রযুক্তিসম্মত একাধিক ফিচার যুক্ত হয়েছিল এই গাড়িতে। এই গাড়িতে রয়েছে lane-watch camera ফিচারের সাপোর্ট।
সম্প্রতি লঞ্চ হয়েছে হন্ডা সিটি-র City e:HEV মডেল। এটিই ভারতে লঞ্চ হওয়া প্রথম হাইব্রিড সেডান মডেল।
আরও পড়ুন- দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ল চিনের 'উড়ন্ত ইলেকট্রিক গাড়ি'